করোনায় আক্রান্ত ফুটবলার বিশ্বনাথ
ক্রিকেটে আগেই থাবা বসিয়েছে করোনাভাইরাস। এবার জাতীয় ফুটবল দলেও ছোবল বসালো করোনা। জাতীয় দলের ফুটবলার বিশ্বনাথ ঘোষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী চৈতী ঘোষও করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনার প্রকোপে দীর্ঘদিন ঘরে বসে থাকার পর মাঠে নামার সুযোগ মিলেছিল। বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। কিন্তু বিশ্বনাথ ক্যাম্পে যোগ দিতে পারেননি শেষ মুহূর্তের দুঃসংবাদে।
ক্যাম্পে যোগ দেওয়ার আগে নিজ উদ্যোগে প্রত্যেক খেলোয়াড়ের করোনা পরীক্ষা করানো বাধ্যতামূলক ছিল। সবার মতো বিশ্বনাথও করোনা পরীক্ষা করান। ৩ আগস্ট করানো পরীক্ষার ফল ৪ আগস্ট হাতে পান জাতীয় দলের এই ডিফেন্ডার।
করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করে বিশ্বনাথ বলেন, 'ক্যাম্পে যোগ দেওয়ার আগে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক ছিল। আমি ৩ আগস্ট পরীক্ষা করাই। গতকাল রিপোর্ট পাই। স্বাভাবিক কারণেই ক্যাম্পে যোগ দেওয়া হয়নি।'
কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচের প্রস্তুতির জন্য ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। যদিও ৩১ জন ফুটবলার নিয়ে গাজীপুরের সারাহ রিসোর্টে ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বনাথ করোনায় আক্রান্ত হওয়ায় ৩০ জন নিয়ে ক্যাম্প শুরু করতে হচ্ছে।
বিশ্বনাথের জাতীয় দলে অভিষেক হয় ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপে। এখন পর্যন্ত জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন তিনি।
আগামী অক্টোবর থেকে ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের খেলা শুরু হবে। আগামী ৮ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের।