করোনায় আক্রান্ত মাইক হাসি
করোনাভাইরাসের প্রকোপে স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ঘরোয়া এই টি-টোয়েন্টি আসর স্থগিতের পর দেশে ফিরে যাচ্ছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। সবার চিন্তা একটাই, কীভাবে বাড়ি ফেরা যায়। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যেমন ঝামেলায় পড়েছেন, ভারতের সঙ্গে তাদের দেশের বিমান চলাচল বন্ধ থাকায়।
এই কঠিন সময়ের মাঝে আরও বিপদ বাড়লো অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসির। দেশে ফেরার উপায় খোঁজার সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংসের এই ব্যাটিং কোচ। আইপিএল সংশ্লিষ্ট প্রথম বিদেশি হিসেবে করোনায় আক্রান্ত হলেন তিনি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক হাসি নিজেই উপসর্গের কথা জানান। তিনি দিল্লিতে হোটেল রুমে আইসোলেশনে আছেন, এখানেই তিনি আগামী ১০ দিন থাকবেন।
মঙ্গলবার করোনা পরীক্ষার ফল হাতে পান হাসি, পরীক্ষার ফল পজিটিভ আসে। নিশ্চিত হতে আরও একবার সাবেক এই অজি ক্রিকেটারের করোনা পরীক্ষা করে চেন্নাই কর্তৃপক্ষ। হাসির করোনা আক্রান্তের খবরের বিষয়ে চেন্নাই এখনও কোনো বিবৃতি দেয়নি।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, হাসি সুস্থ আছেন। তিনি বলেন, 'আমরা আজ মাইকের সঙ্গে কথা বলেছি। সে মানসিকভাবে ভালো অবস্থায় আছে। তার উপসর্গ তুলনামূলকভাবে হাল্কা। সে হোটেল রুমে আইসোলেশনে আছে, সঠিক ব্যবস্থাপনার মধ্যেই আছে।'
চেন্নাই সুপার কিংসের তৃতীয় সদস্য হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন মাইক হাসি। এর আগে মহেন্দ্র সিং ধোনির দলে বোলিং কোচ লক্ষ্মিপতি বালাজি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একজন করোনা পজিটিভ হন।
গত সোমবার কলকাতার দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে। এ ছাড়া কলকাতার আরও কয়েকজন ক্রিকেটার ও স্টাফ অসুস্থ হয়ে পড়েন। এরপরই ম্যাচটি স্থগিত করা হয়।
পরদিন চেন্নাই সুপার কিংসের দুই জন করোনা পজিটিভ হন। এরপর আরও দুই দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হন। আট দলের টুর্নামেন্টে চার দলেই করোনার হানা, বিসিসিআই তাই আর আসর চালিয়ে নেওয়ার ঝুঁকি নেয়নি।