কাকে বাঁচাবেন তামিম, মুশফিক না মাশরাফি?
গত ২ মে থেকে লাইভ শো করে আসছিলেন তামিম ইকবাল। এই গত ২১ দিনে অতিথিদের শত শত প্রশ্ন করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তার কিছু কিছু প্রশ্নে বিপাকে পড়ে যেতে হয়েছে অতিথিদের। এবার ঘটেছে উল্টোটা। মাহমুদউল্লাহ রিয়াদের প্রশ্নে ঘাম ছুটে যাওয়ার অবস্থা তামিমের।
২৩ মে রাতে ফেসবুকে শেষ লাইভটি করেছেন তামিম। তার শেষ শোতে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আড্ডার একটা সময়ে মাহমুদউল্লাহ প্রশ্ন করে বসেন, ডুবন্ত নৌকা থেকে একজনকে বাঁচানোর সুযোগ থাকলে কাকে বাঁচাবেন তামিম, মুশফিক নাকি মাশরাফিকে?
বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে এই ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি করেন তামিম। বিভিন্ন সময়ে এ জাতীয় প্রশ্ন করে সতীর্থদের ভড়কে দেন তামিম। বিশ্বকাপ ফাইনালে ক্যাচ মিস করলে কী করতেন, প্রায়ই নাসিরকে এমন প্রশ্ন করতেন তামিম। নিজেই এটা জানিয়েছেন তিনি।
এবার তামিমই এমন প্রশ্নের মুখে। সতীর্থকে বাঁচানোর প্রশ্নের আগে অবশ্য আরও একটি দুটি কঠিন প্রশ্নের উত্তর দিতে হয় দেশসেরা এই ওপেনারকে।
মাহমুদউল্লাহ বলেন, 'তামিম বাসে সব সময় পোলাপানদের প্রশ্ন করতে করতে নাজেহাল করে ছাড়ে। পোলাপান সব ভয়ে থাকে, কখন না জানি কোন গোলাবারুদ আসে। তো, তোকে আজ একটা প্রশ্ন করি, বাংলাদেশ দলে তোর সবচেয়ে প্রিয় বন্ধু কে?'
উত্তরে তামিম বলেন, 'মুশফিক আছে, ওর সঙ্গে ভালো সম্পর্ক। মাশরাফি ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক, সাকিবের সঙ্গে ভালো সম্পর্ক।' কিন্তু মাহমুদউল্লাহ জানতে চেয়েছেন প্রিয় একজন বন্ধুর নাম। পরে তামিম মুশফিকের নাম বলেন।
এরপরই সবচেয়ে কঠিন প্রশ্নটির মুখে পড়েন তামিম। মাহমুদউল্লাহ প্রশ্ন করেন, 'ধর, একটা নৌকায় মুশফিক আছে আর মাশরাফি ভাই আছে, তুই একজনকে বাঁচাতে পারবি, কাকে বাঁচাবি?'
এমন প্রশ্নে স্বভাবতই বিপাকে পড়ে যান তামিম। অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'ভাই, এটা কী করলেন! আমি টেনশনে আছি, যদি মাশরাফি ভাইয়ের কথা বলি, তাহলে মানুষ গালি দেবে কম।'
তামিমের এমন উত্তর শুনে মাশরাফি বলে ওঠেন, 'ভন্ডামি ছেড়ে একজনের কথা বল।' এরপরই তামিম আসল উত্তর দেন। বলেন, 'মুশফিককেই বাঁচাব।'
করোনাভাইরাসের প্রকোপে সবাই যখন ঘরবন্দি, তামিম তখন বিনোদনের মাধ্যম খুঁজেছেন। ক্রিকেটভক্তদের একটু বিনোদন যোগাতে নিয়মিত লাইভ করেছেন তিনি। বেশি-বিদেশি, সাবেক-বর্তমান অনেক ক্রিকেট তারকাকে নিয়ে প্রাণবন্ত আড্ডা দিয়েছেন ওয়ানডে অধিনায়ক।