কোহলির পর তামিমের অতিথি ওয়াসিম আকরাম
করোনাভাইরাসে সৃষ্ট কঠিন এই সময়ে ক্রিকেটভক্তদের সবচেয়ে বেশি বিনোদন যোগাচ্ছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে একের পর এক চমক নিয়ে আসছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সোমবার তামিমের লাইভের অতিথি ছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
বর্তমান সময়ের সবচেয়ে বড় ব্যাটিং তারকার সঙ্গে ২৫ মিনিটের আড্ডা শেষে তামিম আরেকটি চমকের কথা জানান। মঙ্গলবার তার লাইভে যোগ দেবেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলট। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
এই চার সাবেক ক্রিকেটারের সঙ্গে মঙ্গলবার রাতে আড্ডা দেবেন তামিম। তার অফিসিয়াল ফেসবুকে পেজে রাত সাড়ে ১০টায় শুরু হবে লাইভ।
করোনাভাইরাসের কারণে সবখানে এখন স্থবিরতা। দীর্ঘদিন ধরে বিশ্বের সব ধরনের ক্রিকেট বন্ধ আছে। ঘরবন্দি এই অবস্থায় ক্রিকেটভক্তদের একটু বিনোদন দিতে নিয়মিত লাইভ করে আসছেন তামিম।
শুরুটা মুশফিকুর রহিমকে দিয়ে। এরপর তামিমের অতিথি হন মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা। পরের পর্বে দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেনকে নিয়ে ক্রিকেট, ক্রিকেটের বাইরের অনেক বিষয় নিয়ে কথা বলেন তামিম।
এরপর বাংলাদেশ ওপেনার তার আড্ডায় একসঙ্গে হাজির করেন বাংলাদেশের তিন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন ও নাঈমুর রহমান দুর্জয়কে।
দেশের ক্রিকেটারদের মাঝেই সীমাবদ্ধ থাকেননি তামিম। দেশের বাইরের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে লাইভে হাজির করেন তামিম। পরের পর্বে দেখা যায় আরও বড় চমক। ভারতের ওপেনার রোহিত শর্মার সঙ্গে অনেক বিষয় নিয়ে আড্ডায় মাতেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
এরপর তামিমের লাইভে যোগ দেন বাংলাদেশের চার ক্রিকেটার মুমিনুল হক, সৌম্য সরকার, লিটন দাস ও তাইজুল ইসলাম। সর্বশেষ বিরাট কোহলির সঙ্গে আড্ডা দিলেন তামিম। এই আড্ডায় মূলত ব্যাটিংয়ের কৌশল নিয়েই কোহলিকে বেশিরভাগ প্রশ্ন করেছেন তামিম।