ক্রিকেটের বরপুত্রের জন্মদিনে মুশফিকের শুভেচ্ছা
ক্রিকেটটা ভালোভাবে বুঝে ওঠার আগেই ভালোবাসা জন্মে যায়। ব্রায়ান লারাকে ব্যাটিংয়ে দেখলেই কোনো কিছুতে মন বসাতে পারেন না ছোট্ট মুশফিকুর রহিম। সব ফেলে বসে পড়েন টিভির সামনে, মজে যান ক্রিকেটের বরপুত্রের ব্যাটিংয়ে। একটু একটু করে ক্রিকেট বুঝতে শুরু করেন, আর লারা ও তার ব্যাটিংয়ের প্রতি আগ্রহ বাড়তে থাকে মুশফিকের।
লারা বাঁহাতি, মুশফিক ডানহাতি; তবু ক্যারিবীয় ব্যাটসম্যানের ব্যাটিং সৌন্দর্য মুশফিককে মোহে ফেলে দিতো। 'ডাই হার্ড ফ্যান' যাকে বলে, একটা সময়ে গিয়ে লারার তেমনই ভক্ত হয়ে ওঠেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এমনই ভক্ত যে, ছোটবেলায় লারার জন্মদিন পর্যন্ত পালন করতেন তিনি।
মুশফিক এখন অনেক বড় ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের হাল যাদের হাতে, মুশফিক তাদের অন্যতম। এখন আর ছোটবেলার মতো প্রিয় ব্যাটসম্যানের জন্মদিন পালন করা হয় না তার। তবে ছোটবেলার নায়কের জন্মদিনের কথা ঠিকই মনে থাকে মুশফিকের।
২ মে ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার জন্মদিন। ১৯৬৯ সালের আজকের এই দিনে ত্রিনিদাদের ক্যানতারোতে জন্ম নেন তিনি। প্রতি বছরের মতো দিনটির কথা এবারও মনে আছে মুশফিকের। প্রিয় ব্যাটসম্যানকে শুভেচ্ছাও জানিয়েছেন জাতীয় দলের অন্যতম সেরা এই ব্যাটিং অস্ত্র।
ব্রায়ান লারার সঙ্গে নিজের তোলা একটা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন মুশফিক। নিজের ফেরিফাইড অফিসিয়াল পেজ থেকে ছবিটি পোস্ট করে মুশফিক লিখেছেন, 'শুভ জন্মদিন আমার শৈশবের হিরো, সুপার হিরোও। অনেকদিন বেঁচে থাকুন।'
মুশফিকের মতো তার পরিবারের অন্যরাও ক্যারিবীয় ক্রিকেটের ভক্ত। তার পরিবার-আত্মীয়র অনেকেই ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সমর্থক। ক্যারিবীয় দলটির খেলা হলে বাসায় টিভিতে চালানো হতো সে খেলা। সবার সঙ্গে ছোট্ট মুশফিকও খেলা দেখতেন। রাত ৭-৮টা থেকে শুরু হওয়া খেলা দেখে যেতেন ঘুমানোর আগ পর্যন্ত। এভাবেই ব্রায়ান লারার ভক্ত হয়ে ওঠেন মুশফিক।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩১ টেস্ট ও ২৯৯টি ওয়ানডে খেলেছেন লারা। টেস্টে ৩৪টি সেঞ্চুরিসহ ১১ হাজার ৯৫৩ রান এবং ওয়ানডেতে ১৯টি সেঞ্চুরিসহ ১০ হাজার ৪০৫ রান করেছেন তিনি। ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে এক ইনিংসে ৪০০ রানের ইনিংস খেলেছেন ক্যারিবীয় এই ব্যাটিং কিংবদন্তি।