টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ঝেরে ফেলে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। নতুন শুরুর পথের প্রথম বাঁকেই তাদের সামনে হাজির দারুণ ছন্দে থাকা পাকিস্তান। তবুও লড়াই করার প্রত্যয় নিয়েই মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বেলা ২টায় শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে অনেক পরিবর্তন এসেছে। বিশ্বকাপে খেলা শেষ ম্যাচের একাদশ থেকেও আছে বেশ কয়েকটি পরিবর্তন। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে ডানহাতি ওপেনার সাইফ হাসানের।
প্রথম টি-টোয়েন্টির জন্য আগের দিনই ১২ সদস্যের দল দেয় পাকিস্তান। সেই দল থেকে শাহিন শাহ আফ্রিদিকে একাদশে নেওয়া হয়নি। বাঁহাতি এই পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলে আসা এই পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশের জন্য কষ্টসাধ্য। এ ছাড়া টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সব সময় পিছিয়ে থাকা দল বাংলাদেশ। ১২ মোকাবিলায় পাকিস্তানের জয় ১০টি, বাংলাদেশ জিতেছে মাত্র ২টি ম্যাচে।
অবশ্য আজকের ভেন্যুর হিসেব করলে বাংলাদেশই এগিয়ে। পাকিস্তানের বিপক্ষে পাওয়া বাংলাদেশের দুটি জয়ই এই মিরপুরে। এই মাঠে খেলা সর্বশেষ দুই ম্যাচেই হেরেছে পাকিস্তান। এই ম্যাচে আগে বাংলাদেশের একমাত্র ইতিবাচক দিক এটাই।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক),ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শোয়েব মালিক।