ডাইনোসর স্টাইলে উদযাপনের কারণ জানালেন মুশফিক
২০৩ রানের ইনিংস, লম্বা এই ইনিংসের পুরোটা সময় সাবলীল ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বোলাররা তাকে চ্যালেঞ্জ জানাতে পারেননি। ১৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করে সাদামাটা উদযাপন ছিল মুশফিকের। কিন্তু ২০০ ছুঁতেই ক্ষেপাটে মুশফিক। পুরো পাগলাটে স্টাইলে উদযাপন শুরু করে দেন বাংলাদেশের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
কী কারণে এমন উদযাপন? সংবাদ সম্মেলনে এসে প্রথম প্রশ্ন এটাই শুনতে হয়েছে মুশফিককে। হুঙ্কার দেওয়া এমন উদযাপনের কারণ জানাতে গিয়ে মুশফিক বলেন, ছেলে শাহরোজ রহিম মায়ানের জন্যই এমন উদযাপন।
মায়ানের ডাইনোসর খুবই পছন্দ। ডাইনোসর দেখলেই নকল করার চেষ্টা করে গত ৫ ফেব্রুয়ারি তিন বছরে পা রাখা মায়ান। ছেলেকে ডাবল সেঞ্চুরি উৎসর্গ করে ডাইনোসরের মতো উদযাপন করার চেষ্টা করেছেন মুশফিক।
রান পাহাড় গড়ে তৃতীয় দিন শেষ করার পর সংবাদ সম্মেলনে এসে ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান বলেন, 'ওরকম করে আগে থেকে চিন্তা করিনি। ডাবল সেঞ্চুরি করার পরে ভাবলাম আমার ছেলে ডাইনোসরের খুব বড় ফ্যান, ও সব সময় ডাইনোসর দেখলে একটু অন্যরকম সেলিব্রেশন করে। তো সেটাই শুধু নকল করার চেষ্টা করছিলাম। আমার ডাবল সেঞ্চুরিটা ওর জন্য।'
পাকিস্তান সফরে যাননি মুশফিক। সর্বশেষ ভারতের বিপক্ষে ৭৪ রানের ইনিংস আছে তার। ২০৩ রানের ইনিংসটি তাই তৃপ্তি দিচ্ছে তাকে। তবে এই ইনিংসের পর চাপ কমার কিছু আছে বলে মনে করেন না টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেওয়া মুশফিক।
তার ভাষায়, 'চাপ কমার কিছু নেই। শেষ ইনিংসে আমি ৭৪ করেছি। আমি সব সময় চিন্তা করি দলে থাকলে কীভাবে সবচেয়ে বেশি অবদান রাখতে পারি। এটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উইকেট যেহেতু ভালো, আমাদের একটা পরিকল্পনা ছিল টপ সিক্সের মধ্যে যেই সেট হই, ১০০, ১৫০ বা ২০০ যেন করতে পারি। সবার চেষ্টা ছিল, আল্লাহর রহমতে আমি ডাবলটা করতে পেরেছি।'
বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে তিন, তিনটি ডাবল সেঞ্চুরির মালিক মুশফিক। এই তিন ডাবল সেঞ্চুরির মধ্যে কোনটার গুরুত্ব কতটুকু? উত্তরে মুশফিক বলেন, 'উইকেট সবচেয়ে সহজ ছিল। ব্যাটিংয়ের জন্য অনেক সহজ ছিল। থ্রেট বোলার, সুইং বা রিভার্স সুইং করছে, এমন বোলার ওদের ছিল না। আগের যে দুটি করেছি, সেটার চেয়ে এটা সহজ মনে হয়েছে।'