হতাশার ব্যাটিংয়ে আবারও ছোট পূঁজি
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার অন্যতম কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। সেটা পাকিস্তানের বিপক্ষে সিরিজেও জারি থাকল। তিন মাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। মিরপুরেও দেখা গেল সেই হতাশার ব্যাটিং।
টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ৭ উইকেটে ১২৭ রান তুলেছে। প্রথম সারির চার ব্যাটসম্যানের কেউই রানের দেখা পাননি। সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন ধ্রুব। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৮ রান। শেষ দিকে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে বাংলাদেশকে মাঝারি এই পূঁজি এনে দেন শেখ মেহেদি হাসান।
এ ছাড়া নাঈম শেখ ১, অভিষিক্ত সাইফ হাসান ১, নাজমুল হোসেন শান্ত ৭, মাহমুদউল্লাহ রিয়াদ ৬ ও আমিনুল ইসলাম বিপ্লব ২ রান করেন। ৩ বলে এক ছক্কায় ৮ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। পাকিস্তানের হাসান আলী ৩টি উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম ২টি এবং মোহাম্মদ নওয়াজ ও সাদাব খান একটি করে উইকেট পান।
মাহমুদউল্লাহ বিদায়ের পর আফিফের দুই ছক্কা
১৫ রানে ৩ উইকেট হারানো দলকে পথ দেখানোর দায়িত্ব পড়ছিল অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। কিন্তু তিনি পারলেন না। ১১ বলে ৬ রান করে ফিরে গেছেন তিনি। এরপর রান কিছুটা বাড়িয়ে নিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। মোহাম্মদ নওয়াজকে টানা দুই ছক্কা মারেন তিনি।
১১ ওভার শেষ ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৫ রান। উইকেটে আছেন আফিফ ও নুরুল হাসান সোহান।
শান্তও সাজঘরে, ধুঁকছে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করতে নেমে দুঃস্বপ্নের শুরু হয় বাংলাদেশের। তিন ওভারের মধ্যেই ফিরে যান দুই ওপেনার নাঈম সেখ ও অভিষিক্ত সাইফ হাসান। শুরুর চাপ কাটিয়ে তোলার দায়িত্ব ছিল নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুবর কাঁধে।
কিন্তু শান্তও পারলেন না। দীর্ঘদিন পর দলে ফেরা বাঁহাতি এই ব্যাটসম্যান ১৪ বলে ৭ রান করে মোহাম্মদ ওয়াসিমের দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন। ৫ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৬ রান। উইকেটে আছেন আফিফ হোসেন ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তিন ওভারেই নাঈম-সাইফের বিদায়, বিপদে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী জুটি নিয়ে কম ভুগতে হয়নি বাংলাদেশ। কোনো ম্যাচেই দলকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। সেখানে অবশ্য ব্যতিক্রম ছিলেন নাঈম হাসান। কয়েকটি ম্যাচে রানের দেখা পান তিনি। সেই নাঈমই পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ফিরে গেলেন দ্বিতীয় ওভারে।
পাকিস্তান পেসার হাসান আলীর বলে আউট হওয়ার আগে ৩ বলে ১ রান করেন বাঁহাতি ওপেনার। অভিষেক টি-টোয়েন্টি খেলতে নামা সাইফ হাসানের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। তৃতীয় ওভারে মোহাম্মদ ওয়াসিমের বলে ফিরে যান তিনি। এর আগে ৮ বলে মাত্র ১ রান করেন তিনি।
৩ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০ রান। উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন ধ্রুব।