দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। রানের হিসাবে সেটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আজ দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম ও আল আমিন হোসেন।
জিম্বাবুয়ের একাদশেও দুটি পরিবর্তন এসেছে। নিয়মিত অধিনায়ক চামু চিবাবা চোটের কারণে ছিটকে গেছেন। দলে ফেরা শন উইলিয়ামসকে দেওয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। বাদ পড়েছেন পেসার ক্রিস্টোফার এমপফু। তার জায়গায় সুযোগ পেয়েছেন চার্লটন টিসুমা।
জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ১৪ ওয়ানডেতে অপরাজিত আছে বাংলাদেশ। ঘরের মাঠের রেকর্ডে আরও এগিয়ে মাশরাফিবাহিনী। ২০১০ সালের ডিসেম্বরের পর ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে কখনোই ওয়ানডে হারেনি বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও আল আমিন হোসেন।
জিম্বাবুয়ে একাদশ:
তিনাশে কামুনহুকামুই, রেজিস চাকাভা, শন উইলিয়ামস (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুতমবদজি, ডোনাল্ট টিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিসুমা।