দুই বছরের মধ্যেই জাতীয় দলে আকবর-তানভিররা!
জাতীয় দলের ক্রিকেটার তৈরির মঞ্চ হিসেবে ধরা হয় হাই পারফরম্যান্স ইউনিটকে (এচপি)। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের পরিচর্যার মঞ্চও এই হাই পারফরম্যান্স দল। ক্রিকেটার তুলে আনার এই কার্যক্রমের প্রতি গত কয়েক বছর ধরে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হাই পারফরম্যান্সের বর্তমান দলটিতে আছেন বাংলাদেশের বিশ্বজয়ী যুব দলের বেশ কয়েকজন ক্রিকেটার। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ভালো করা ও জাতীয় দলের কয়েকজনও খেলছেন এইচপির হয়ে। এইচপিতে থাকা ক্রিকেটারদের এমনভাবে গড়ে তোলা হচ্ছে, যেন আগামী দুই-এক বছরের মধ্যে তাদের জাতীয় দলের জন্য বিবেচনা করা যায়।
মোহামেডান ক্লাবের নির্বাচনে ভোট দিতে গিয়ে শনিবার সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, 'আমরা একটা চারদিনের ম্যাচ খেলেছি ওদের নিয়ে। গত এক বছর আমরা এইচপির ক্যাম্প, ম্যাচ আয়োজন সেভাবে করতে পারিনি। খুবই অল্প সময়ের মধ্যে দলটা তৈরি করা হয়েছে। চারদিনের ম্যাচে ওরা বেশ ভালো ক্রিকেট খেলেছে।'
'খুব ভালো কিছু পারফর্মার আমরা ওখানে পেয়েছি। আমাদের এইচপির কার্যক্রম হলো আগামী দিনের জন্য খেলোয়াড় তৈরি করা। সে হিসেবেই আমরা এগিয়ে যাচ্ছি। আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে। লাল বলের খেলা শেষ, এখন সাদা বলের খেলা। এখান থেকে আমরা কিছু খেলোয়াড়কে এমনভাবে তৈরি করছি, যেন এক থেকে দুই বছরের মধ্যে জাতীয় দলের জন্য বিবেচিত হতে পারে।' যোগ করেন প্রধান নির্বাচক।
বাংলাদেশের হাই পারফরম্যান্স দলের বিপক্ষে সিরিজ খেলতে গত মাসে বাংলাদেশে আসে আয়ারল্যান্ড 'এ' (আয়ারল্যান্ড ওলভস) দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌদুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত চারদিনের একমাত্র ম্যাচে আইরিশদের ইনিংস ও ২৩ রানে হারায় সাইফ হাসানের দল। এরপর ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল দুই দলের। কিন্তু প্রথম ওয়ানডে চলাকালীন আয়ারল্যান্ডের এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
পাঁচ ম্যাচ সিরিজের পরের দুটি ওয়ানডেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা ফিরবে দুই দল। বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুরে দুটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ এইচপি ও আয়ারল্যান্ড 'এ' দল।
এইচপি দল নিয়ে কথা বলার সময় জাতীয় দলের নিউজিল্যান্ড সফর নিয়েও প্রধান নির্বাচককে প্রশ্ন করা হয়। নিউজিল্যান্ড সফর কঠিন হবে জেনেও দলের ভালো করার ব্যাপারে আশাবাদী মিনহাজুল আবেদীন, 'নিউজিল্যান্ডের কন্ডিশন অনেক কঠিন, এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলা খুবই কঠিন। তবে সবাই যদি সেরাটা দিতে পারে আমরা আশাবাদী।'