পরবর্তী কোচ হিসেবে জাভিকে চায় বার্সা
রোনাল্ড কোমানকে বরখাস্ত করার পর নতুন ম্যানেজার হিসেবে সাবেক অধিনায়ক জাভি হার্নান্দেজকে নিয়োগ দিতে চাইছে বার্সেলোনা। বর্তমানে কাতারের ক্লাব আল সাদের দায়িত্বে থাকা এই স্প্যানিয়ার্ডের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরেই বার্সা কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গার্ডিয়ানসহ একাধিক সংবাদমাধ্যম।
বার্সেলোনার ম্যানেজার হিসেবে কোমানের অবস্থান এই মৌসুমের শুরু থেকেই ছিল নড়বড়ে। গত এক মাস ধরেই এই ডাচ কোচকে বরখাস্ত করার সন্দীপন করে আসছে বার্সেলোনা বোর্ড।
বুধবার রায়ো ভালকানোর বিপক্ষে পরাজয়ের পর অবশেষে সেই সিদ্ধান্ত নেয় হুয়ান লাপোর্তার বোর্ড। তবে আসছে শনিবার আলাভেজের বিপক্ষে ম্যাচের আগেই নতুন ম্যানেজারকে দেখা যাবে কি না, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেনি ক্লাব।
জাভি বা অন্য কোনো পূর্ণাঙ্গ ম্যানেজার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তাই অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন বি দলের কোচ সের্গি বারহুয়ান।
বার্সেলোনার একাডেমি, লা মাসিয়া থেকে গড়ে উঠেছেন জাভি। এরপর বার্সেলোনার হয়ে ১৭ বছরের একটি দীর্ঘ ক্যারিয়ার পার করেছেন এই কিংবদন্তি। খেলেছেন ৭৮৭টি ম্যাচ।
২০১৫ সালে বার্সেলোনাকে বিদায় জানিয়ে কাতারি দল আল সাদে নাম লিখান তিনি। অবসর নেওয়ার পর এই দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন এই স্প্যানিশ বিশ্বকাপজয়ী।
শীর্ষ পর্যায়ে তেমন কোচিং অভিজ্ঞতা না থাকলেও জাভির নিয়োগ আবার বার্সাকে একত্রিত করবে বলে ধারণা করা হচ্ছে। তারুণ্য নির্ভর দলটিকে গুছিয়ে আনতে এই মুহূর্তে জাভির চেয়ে যোগ্য প্রার্থীও হয়তো পাবে না বার্সা।
খেলোয়াড়ি জীবনে ক্লাবের হয়ে আটটি লিগ শিরোপা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা জাভি ছিলেন বার্সার স্বর্ণযুগের একজন অন্যতম কাণ্ডারি।
ক্লাবের হয়ে ১৭ বছরে ১৮৪টি অ্যাসিস্ট ও ৮৬টি গোলসহ মোট ২৭টি শিরোপা জেতা এই মিডফিল্ডার পথচ্যুত বার্সাকে পথ দেখাতে সক্ষম হবেন বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের।
আল সাদের কোচ হিসেবে টিকি-টাকা ফুটবলের উপরই মূলত ভরসা রাখেন এই স্প্যানিয়ার্ড। ইয়োহান ক্রুইফ কর্তৃক প্রবর্তিত ও পেপ গার্দিওলা কর্তৃক পুননির্মিত এই খেলার ধরনকে দেখা হয়ে থাকে বার্সেলোনার 'ডিএনএ' হিসেবে।
সূত্র: দ্য গার্ডিয়ান।