ফিট থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন তামিম
হাঁটুর চোটের কারণে জিম্বাবুয়ে সফরে টেস্ট খেলা হয়নি। ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে আসেন তামিম ইকবাল। চোট ও পারিবারিক কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের অংশ ছিলেন না অভিজ্ঞ এই ওপেনার। আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হবে না তার।
দীর্ঘ সময় ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে না খেলায় প্রশ্ন উঠেছে, আগামী অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তামিমকে রাখা হবে কিনা। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, থাকবেন কি থাকবেন না; এমন ভাবার সুযোগ নেই। ফিট তামিম সব সময়ই দলে থাকবেন।
তামিম বাংলাদেশের একমাত্র ওপেনার, যিনি দীর্ঘ সময় ধরে জাতীয় দলে খেলে আসছেন। তার বিশ্বকাপ স্কোয়াডে থাকার প্রশ্নে আকরাম খান যেন এটাই মনে করিয়ে দিতে চাইলেন। বিসিবির এই পরিচালক বলেন, 'তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। এটা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। যখন ফিট থাকবে, ও তো খেলবেই। ও দলের সাথে থাকবে।'
হাঁটুর ইনজুরির কারণে তামিমের মাঠে ফেরা হচ্ছে না, ঘরের মাঠের সিরিজে থাকছেন দর্শকের ভূমিকায়। তবে বিশ্বকাপের আগেই বাংলাদেশ ওপেনার ফিট হয়ে উঠবেন বলে বিশ্বাস আকরাম খানের, 'ওর সমস্যা ইনজুরি। সেটা নিয়ে ডাক্তার, ফিজিওর সাথে নিয়মিত নির্বাচকরা কথা বলছে। এটা নিয়ে সবাই সজাগ দৃষ্টি রাখছে। আশা করছি ফিট হয়ে যাবে।'
এতোদিন বাইরে থাকার পর বিশ্বকাপের মতো মঞ্চে ভালো পারফরম্যান্স করা তামিমের জন্য কঠিন হয়ে যাবে কিনা? তামিম অভিজ্ঞ হওয়ায় এখানেও সমস্যা দেখছেন না আকরাম খান। তিনি বলেন, 'না, আমি সংশয় দেখছি না। ও প্রতিষ্ঠিত খেলোয়াড়, খুব ভালো খেলোয়াড়। ও ফিট থাকলে কোনো চিন্তার বিষয় নয়। ও থাকলে আমাদের জন্য ভালো।'
আগামী ১৭ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম রাউন্ডে বাংলাদেশ 'বি' গ্রুপে খেলবে। সবগুলো ম্যাচ ওমানে অনুষ্ঠিত হবে। আসরের প্রথম দিন নিজেদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে বাংলাদেশের শেষ ম্যাচ ২১ অক্টোবর, পাপুয়া নিউগিনির বিপক্ষে।