'ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচ', ডি মারিয়ার অভিযোগের জবাবে কী বললেন ফন গাল?
একসময় নেদারল্যান্ডসের কোচ লুই ফন গালকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচ বলে আখ্যা দিয়েছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল ডি মারিয়া। এদিকে চলমান কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ডাচদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে ডি মারিয়ার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ডাচ কোচ।
শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। এর আগে নক-আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি ডি মারিয়া। তবে আজ ডাচদের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার, আগেরদিন অনুশীলনও করেছেন মূল স্কোয়াডের সাথে।
২০১৪ সালে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন আনহেল ডি মারিয়া, সেখানেই কোচ হিসেবে পেয়েছিলেন লুই ফন গালকে।
ডি মারিয়ার মন্তব্যের প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন ৭১ বছর বয়সী এই কোচ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আনহেল খুবই ভালো একজন খেলোয়াড়, সে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খেলেছে; কিন্তু তার অনেক ব্যক্তিগত সমস্যা ছিল। ঐ সময় একবার তার বাড়িতে চুরি হয়। আমাকে তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচ বলে আখ্যা দেয়াটা দুঃখজনক। কিন্তু সে হাতেগোনা কয়েকজন খেলোয়াড়ের মধ্যে একজন যে এমনটা বলেছে।"
ডাচ কোচ আরও যোগ করেন, "তার এমন মন্তব্য আমার ভালো লাগেনি। হয়তো আমি সেসময় ডি মারিয়ার ব্যাপারে কোনো খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কোচদের তো সিদ্ধান্ত নিতেই হয়।"
সংবাদ সম্মেলনে এতগুলো বছর ধরে নিজের পছন্দের খেলার স্টাইল নিয়েও কথা বলেছেন ফন গাল। তিনি বলেন, "আমার স্টাইল বিবর্তিত হয়েছে কারণ ফুটবলে বিবর্তন ঘটেছে। আয়াক্সে থাকার সময় আক্রমণাত্বক খেলাতে পছন্দ করতাম। বার্সেলোনায় আমি শিখেছি যে সবসময় শুধু আক্রমণাত্বক মনোভাব নিয়ে খেলানো যাবে না। এরপর আমি আমার মনোভাব পরিবর্তন করি এবং ২০১৪ বিশ্বকাপ উপলক্ষে নতুন লক্ষ্য নির্ধারণ করি।"
"ব্যক্তিগত পর্যায়ে আমি আগের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল হয়েছি। তবে ফুটবলকে আমি যেভাবে দেখি সেই দৃষ্টিভঙ্গিতে হয়তো খুব একটা পরিবর্তন আসেনি। ফুটবলে অনেক বিবর্তন ঘটেছে, এখন অ্যাটাকিং খেলা বেশ কঠিন। সে কারণে আমি ডিফেন্সিভ সিস্টেম বেছে নিয়েছি। আর এবারের বিশ্বকাপে সেভাবে খেলে ফলাফল খুব একটা খারাপ হয়নি। সবকিছুই আসলে কৌশলের উপর নির্ভর করে", বলেন লুই ফন গাল।
সূত্র: মার্কা