বদলে যাচ্ছে নারী দলের কোচিং স্টাফ!
প্রত্যাশার বেলুন ফুলে, ফেঁপে উঠেছিল। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল ভালো কিছু করো দেখাবে- এমনই প্রত্যাশা ছিল সবার। সালমা, জাহানারারাও প্রত্যয়ী ছিলেন। কিন্তু প্রত্যাশার ধারে কাছেও পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ দল। সবগুলো ম্যাচ হেরে দেশে ফিরে আসে সালমা খাতুনের দল।
এই বাজে পারফরম্যান্সের প্রভাবে বদলে যেতে পারে নারী ক্রিকেট দলের কোচিং স্টাফ। আর সেই সম্ভাবনাই বেশি। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল নারী দলের কোচিং স্টাফদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছিল, বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তি নবায়নের বিষয়টি ভাবা হবে।
কোচিং স্টাফদের চুক্তির ব্যাপারে ঠিকই ভাবছে বিসিবি, তবে সেটা নেতিবাচকভাবে। বিশ্বকাপে নারী দলের পারফরম্যান্সের কারণে কোচিং স্টাফদের ওপর নাখোশ বিসিবি। নতুন কোচিং স্টাফ নিয়োগ দেওয়ার চিন্তা করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। করোনাভাইরাসের প্রকোপ কমে গেলে নতুন কোচিং স্টাফ নিয়োগ দেবে বিসিবি।
বিসিবির উইমেন উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, 'বিশ্বকাপের ব্যর্থতাই একমাত্র কারণ নয়। তাদের সাথে আমাদের চুক্তিই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তারা যেহেতু দলকে সফলতা এনে দিতে পারেননি, এ কারণে আমরা কোচিং স্টাফ পরিবর্তন করতে চাচ্ছি। করোনা পরিস্থিতির উন্নতি হলে নতুন কোচিং স্টাফ নিয়োগের কার্যক্রম শুরু হবে।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ২০২১ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে চায় বিসিবি। এই বিশ্বকাপে খেলতে বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু করনোভাইরাসের কারণে কোনো প্রস্তুতিই নিতে পারছেন না সালমা, জাহানারা, রুমানারা।
একই অবস্থা পুরুষ দলেরও। সব ক্রিকেটারই ঘরবন্দি হয়ে আছেন। তবে প্রাণঘাতী এই ভাইরাসের কারণে ছেলেদের চেয়ে মেয়েদের ক্রিকেটে বেশি ক্ষতি হয়েছে বলে মনে করেন উইমেন উইংয়ের চেয়ারম্যান। শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, 'ছেলেদের চেয়ে মেয়েদের ক্রিকেটে বেশি ক্ষতি হয়েছে। বাছাই পর্বের জন্য এ সময় আমাদের প্রস্তুতি নেওয়ার কথা। কিন্তু কিছুই করা হচ্ছে না।'
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চারটি ম্যাচেই হার মানে বাংলাদেশের মেয়েরা। দুই শক্তিশালী প্রতিপক্ষ ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমন লড়াই করতে পারেনি সালমাবাহিনী। তবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মেয়েদের।