স্কটল্যান্ডকে মাঝারি লক্ষ্য দিলো বাংলাদেশ
উইকেটে গিয়েই চড়াও হতে চাইলেন বেশিরভাগ ব্যাটার, চেষ্টা করলেন বড় শট খেলার। কিন্তু বেশিরভাগ শটেই টাইমিংয়ের গড়বড়ে দৃষ্টিনন্দন হলো না বাংলাদেশের ব্যাটিং। এলো না খুব বেশি বাউন্ডারি, হলো না একটি ছক্কাও। স্কটল্যান্ডের বিপক্ষে তাই সংগ্রহও বড় হলো না বাংলাদেশের।
বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আসে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ৭ উইকেটে ১১৯ রান তুলেছে। স্কটল্যান্ডের বিপক্ষে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। স্কটিশদের হারানোর জন্য এই সংগ্রহই অবশ্য যথেষ্ট মনে হতে পারে। আগের চারবারের সাক্ষাতে দলটির বিপক্ষে দুবার আগে ব্যাটিং করা বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৪ ও ১২৫। দুই ম্যাচেই জেতে তারা।
বাংলাদেশের কোনো ব্যাটারই টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। সর্বোচ্চ রানের ইনিংস খেলা সোবহানা মোস্তারী ৩৮ বলে ২টি চারে করেন ৩৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করা সাথি রানীও রানের চেয়ে বেশি বল খরচা করেন। ৩২ বলে ৩টি চারে ২৯ রান করেন তিনি।
পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৩৫ রান তোলে বাংলাদেশ। এর আগে দলীয় ২৬ রানে আউট হন মুর্শিদা খাতুন, বাঁহাতি এই ব্যাটার ১৪ বলে একটি চারে ১২ রান করেন। প্রথম উইকেট হারানোর পর ৪৪ বলে ৪২ রানের জুটি গড়েন দলের ইনিংসে সবচেয়ে বেশি অবদান রাখা সাথি ও সোবহানা। এরপর সেভাবে আর জুটি গড়ে ওঠেনি, কেউ সেভাবে রানও করতে পারেননি।
এক বল খেলা তাজ নেহার রান আউটে কাটা পড়েন, রানের খাতা খোলা হয়নি তার। ইনিংসের এক বল বাকি থাকতে আউট হওয়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৮ বলে একটি চারে ১৮ রান করেন। শেষ দিকে দ্রুত গতিতে রান তোলেন ফাহিমা খাতুন, ডানহাতি এই অলরাউন্ডার ৫ বলে ২ চারে অপরাজিত ১০ রান করেন। স্কটল্যান্ডের সাসকিয়া হর্লে ২ ওভারে ১৩ রানে ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান ক্যাথরিন ব্রাইস, অলিভিয়া বেল ও ক্যাথরিন ফ্রেজার।