বাংলাদেশের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত
আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৯ জুন দেশ ছাড়ার কথা বাংলাদেশের। সফরের ১৫ দিন বাকি থাকতে দেশটি লকডাউন ঘোষণা করায় শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা কেটে গেছে।
নির্ধারিত সময়েই সিরিজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলও পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে। সোমবার এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
আকরাম বলেছেন, 'অবশেষে জিম্বাবুয়ের সঙ্গে সফরটি চূড়ান্ত হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮ কিংবা ২৯ জুন দল যাবে। ৭ জুলাই থেকে সিরিজটি শুরু হবে। ম্যাচের সব সূচি আগের মতোই রয়েছে।' আকরাম খান নিশ্চিত করলেও দুই বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১৪ জুন লকডাউন ঘোষণা করে জিম্বাবুয়ে সরকার। এর ফলে সব ধরনের খেলাধুলা স্থগিত করা হয় দেশটিতে। তবে সে সময়ই দুই দেশের বোর্ড জানিয়েছিল, সিরিজটি আয়োজনের ব্যাপারে তারা আশাবাদী।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছিলেন, 'করোনার সংক্রমণের ফলে ওদের সরকার সব ধরণের স্পোর্টস বন্ধ করেছে। জিম্বাবুয়ে ক্রিকেট আমাদের জানিয়েছে, তারা ক্রিকেট চালিয়ে নিতে সরকারের সঙ্গে আলোচনা করছে। আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। তারা সিরিজ আয়োজন করার ব্যাপারে আত্মবিশ্বাসী।' সপ্তাহখানেক আগে এসে সিরিজটি চূড়ান্ত হলো।
সূচি অনুযায়ী বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৭ জুলাই। এর আগে ৩ ও ৪ জুলাই দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।