বার্সার নতুন কোচ জাভি
অবশেষে নিশ্চিত হলো জাভি হার্নান্দেজের ঘরে ফেরা।
আজ শুক্রবার কাতারি ক্লাব আল সাদ জানিয়েছে, বার্সেলোনার সঙ্গে মতৈক্যে পৌঁছেছে তারা, এখন কাতালান ক্লাবটির দায়িত্ব নিতে পারবেন জাভি।
রোনাল্ড কোমানকে বরখাস্ত করার পর বার্সার নতুন কোচের পছন্দের তালিকায় জাভিই ছিলেন প্রথম ও একমাত্র প্রার্থী। জাভিও প্রকাশ্যে বলেছেন, 'ঘরে ফেরা'র জন্য মুখিয়ে আছেন তিনি।
কিন্তু ঝামেলা ছিল একটি। আল-সাদের কোচের দায়িত্বে থাকা জাভি চাইলেই চুক্তি ভেঙে ক্লাব ছেড়ে দিতে পারতেন না। সেজন্য দুই ক্লাবের মতৈক্যে আসতে হতো।
দুই ক্লাবের আলোচনা একসময় প্রায় ভেস্তে যাওয়ার পর্যায়েই চলে গিয়েছিল। আল সাদ আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছিল, এই ৪১ বছর বয়সীকে ছাড়ছে না তারা।
তবে শেষ পর্যন্ত বার্সা জাভির রিলিজ ক্লজ, ৫০ লাখ ইউরো দিতে রাজি হওয়াতেই জাভির চুক্তি বাতিল করতে সম্মত হয়েছে আল সাদ।
কাতারি ক্লাবটির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, "চুক্তিতে নির্ধারিত রিলিজ ক্লজ পরিশোধ করায় জাভির বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে কর্তৃপক্ষ। (এই মর্মে) সামনে বার্সেলোনাকে সাহায্য করার ব্যাপারে একমত হয়েছি আমরা।"
বার্সেলোনা কিংবদন্তি জাভি কাতালান ক্লাবটির হয়ে খেলোয়াড়ি জীবনে খেলেছেন মোট ৭৭৯টি ম্যাচ, জিতেছেন ২৫টি শিরোপা।