বিপিএলে আগ্রহী উইলিয়ামসন
২ মে শুরু, শেষ হচ্ছে ২৩ মে। মাঝের এই সময়ে একের পর এক চমক দিয়ে গেছেন তামিম ইকবাল। দেশি-বিদেশি, বর্তমান-সাবেক ক্রিকেটারদের নিয়ে ফেসুবক লাইভে ক্রিকেটসহ দারুণ সব মজার গল্প শুনিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বৃহস্পতিবার তার লাইভের অতিথি ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
৩০ মিনিটের এই আড্ডায় তামিমের সঙ্গে অনেক বিষয় নিয়েই কথা হয় ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলা এই কিউই অধিনায়কের। এ সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার আগ্রহ প্রকাশ করেন উইলিয়ামসন।
আলোচনার একটা পর্যায়ে উইলিয়ামসনকে তামিম প্রশ্ন করেন করেন, 'বাংলাদেশে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়, বিপিএল। আমাদের দেশের সমর্থকরা এখানে তোমাকে দেখতে চায়? তুমি কি বিপিএলে খেলতে আগ্রহী?'
তামিমের এমন প্রশ্নে উইলিয়ামসন তার আগ্রহের কথা জানান। কিউই অধিনায়ক বলেন, 'আমি খুবই আগ্রহী বিপিএল খেলার ব্যাপারে। সময় ও সুযোগ হলে খেলা যেতেই পারে। দেখা যাক।'
এরআগে ব্যাটিং, অধিনায়কত্বের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম-উইলিয়ামসন। নিউজিল্যান্ডের অনত্যম সেরা অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হন উইলিয়াসন। একইভাবে বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জায়গা পেয়েছেন তামিম।
অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল? তামিমের এমন প্রশ্নে উইলিয়ামসন বলেন, 'মাশরাফি ও ব্রেন্ডনের কথা বলছিলে, এই দুজনই লম্বা সময় ধরে দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। ব্রেন্ডনকে কৃতিত্ব দিতেই হবে।'
'ব্রেন্ডন দলকে দারুণভাবে গুছিয়েছিল, একটা বিন্দুতে দাঁড় করিয়েছেল। যা আমার কাজকে সহজ করে দিয়েছিল। আমার কাছে মনে হয়েছে, ব্রেন্ডন অধিনায়কত্বের সঙ্গে খেলাও ছেড়েছে। এটা বড় চ্যালেঞ্জ ছিল। মাশরাফি তো এখনও খেলছে। এটা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে।'