বৃষ্টি থেমেছে, মাঠে গড়াচ্ছে খেলা
বৃষ্টি থেমেছে, মাঠ প্রস্তুত করার পর আবারও শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডের খেলা। আড়াই ঘণ্টা পর খেলা মাঠে গড়াচ্ছে। অনেকটা সময় বৃষ্টি গিলে নেওয়ায় ওভার কমিয়ে আনা হয়েছে।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিদায়ী এই ম্যাচটি ৪৩ ওভারে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ, আর ৯.৪ ওভার ব্যাটিং করার সুযোগ পাবে বাংলাদেশ। ৬টা ৪৫ মিনিটে খেলা শুরু হবে। বৃষ্টির কারণে খেলা থেমে ছিল ৪টা ৭ মিনিট থেকে।
বৃষ্টির আগের দারুণ ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এই দুজনের ব্যাটে বাংলাদেশ যখন বিশাল সংগ্রহের পথে, এমন সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি শুরু হয়।
বৃষ্টি নামার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৮২ রান। ওয়ানডেতে প্রথম উইকেট জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এই রানের জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নেন লিটন দাস।
প্রথম ম্যাচে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলা ডানহাতি এই ওপেনার এদিন ১১৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। তামিম ইকবালও দারুণ ছন্দে ব্যাটিং করেন। ৭৯ রান নিয়ে ব্যাটিং শুরু করবেন তামিম। লিটন শুরু করবেন ১০২ থেকে।
সকাল থেকেই চোখ রাঙাচ্ছিল সিলেটের আকাশ। যেন এই বৃষ্টি ঝরল বলে। যদিও খেলা শুরু হতে সমস্যা হয়নি। আকাশ গোমড়ামুখো হয়ে থাকলেও ম্যাচ শুরুর আগে আকাশ ঝকঝকে হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশের ইনিংস ২৫ ওভার পেরোতে আবারও কালো হতে থাকে আকাশ। ৩৩.২ ওভারে গিয়ে শুরু হয় বৃষ্টি।