ভারতকে হারিয়ে স্বর্ণ জয়ের আশায় দিয়া-হাকিম
২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ মিশ্র দৈতের ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নশিপের কোনো ইভেন্টের ফাইনালে উঠল বাংলাদেশ। আগামী ১৯ নভেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
মঙ্গলবার বনানীর আর্মি স্টেডিয়ামে দারুণ প্রতিদ্বন্দ্বিতা শেষে বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকি জুটি ৫/৪ সেট পয়েন্টে ভারতের অঙ্কিতা ভক্ত-কপিল জুটিকে হারিয়ে ফাইনালে ওঠেন। পুরুষ দলগত ইভেন্টে ১৭ নভেম্বর ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করবে বাংলাদেশ।
এর আগে আজ সকালে রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহার সমন্বয়ে গড়া বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে এলিমিনেশন রাউন্ডের ১/৮ খেলায় বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-০ সেটে উজবেকিস্তানকে হারায়।
সেমি-ফাইনালে বাংলাদেশ প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ভারতের সাথে ড্র করে। দলের প্রত্যেকে একটি করে তীর ছুঁড়ে ২৭ স্কোর তোলে। ভারতের ২৭ তোলে। দুই দলের স্কোরই ২৭ হওয়ায় তীর নিকটবর্তী থাকায় ভারতকে জয়ী ঘোষণা করা হয়।
রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার) ৫-৩ সেটে উজবেকিস্তানকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে। সেমি-ফাইনালে বাংলাদেশ ৬-০ সেটে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে যায়।
কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (শ্যামলী রায়, সুমা বিশ্বাস ও বন্যা আক্তার) ২২৬-২২৭ স্কোরে ইরানের বিপক্ষে হার মানে। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে এলিমিনেশন রাউন্ডে ১/৮ খেলায় বাংলাদেশ বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। ইরানকে ২২৯-২২৮ স্কোরে হারিয়ে সেমি-ফাইনালেও ওঠে বাংলাদেশ। সেমিতে সেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষেই ০-৬ সেটে হারে বাংলাদেশ।