ভুয়া বিডিংয়ে মুশফিকের ব্যাটের নিলাম সাময়িক স্থগিত
করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে নিজের প্রিয় ব্যাটটি উৎসর্গ করেছেন মুশফিকুর রহিম। নিলামে এই ব্যাট বিক্রি করে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন জাতীয় দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। সে লক্ষ্যে চারদিন আগে নিলামও শুরু হয়। কিন্তু হঠাৎই নিলাম কার্যক্রম স্থগিত করা হয়েছে।
প্রচুর ভুয়া বিড করা হচ্ছে। যে কারণে নিলাম আয়োজক কোম্পানি বিপাকে পড়ে গেছে। আসল বিডার কে আর নকল বিডার কে, সেটাই বুঝতে পারছে না তারা। এ কারণে কয়েক ঘণ্টার জন্য নিলাম কার্যক্রম বন্ধ রেখেছে আয়োজকরা।
এই সময়ে তারা আসল বিডার নিশ্চিত করবে। তারপর আবার নিলাম কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। আজ রাত ৮ টা থেকে আবার বিড করা যাবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করা মুশফিকের ঐতিহাসিক ব্যাটটি নিলামে বিক্রি করতে পিকাবো ও একটি ই-কর্মার্সের সঙ্গে চুক্তি করে মুশফিকের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিবকো। চারদিন ধরে চলা নিলামে পিকাবোর সাইটে বিড করা যাচ্ছিল।
কিন্তু অসংখ্য ভুয়া বিডের কারণে এই কার্যক্রম কয়েক ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নিবকোর এক কর্মকর্তা। তিনি বলেন, 'অসংখ্য ভুয়া বিড হচ্ছে। এক কারণে আমরা কয়েক ঘণ্টার জন্য বিডিং বন্ধ রেখেছি। আসল বিডার বের করে রাত ৮টা থেকে আবার শুরু করবো।'
মুশফিকের এই ব্যাটের সঙ্গে আরও কিছু ক্রিকেট সামগ্রী নিলামে তোলা হয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত ও নাঈম শেখের দুটি ব্যাট নিলামে তোলা হয়েছে। নিলামে তোলা হয়েছে যুব বিশ্বকাপের ফাইনালে খেলা আকবর আলীর জার্সি ও ব্যাটিং গ্লাভস।
এ ছাড়া মাশরাফির স্বাক্ষরিত ক্যাপ ও ২০১১ বিশ্বকাপে খেলা বাংলাদেশের ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট নিলামে তোলা হয়েছে। এসব সামগ্রীর বিডও আপাতত বন্ধ আছে।