মাঠ থেকেই বিমানবন্দরে যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ১০ দিনের 'ঝটিকা' সফর শেষ হচ্ছে আজ। পঞ্চম টি-টোয়েন্টি খেলে আজ রাতেই বাংলাদেশ ছাড়বে সফরকারীরা। রাত একটায় দেশে ফেরার বিমানে চড়বেন ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউডরা।
অজিদের বহনকারী কোয়ান্টাস এয়ারওয়েজের চার্টার্ড বিমান সোমবার বিকেলে ঢাকা এসে পৌঁছেছে। দেশে ফেরার সময়ও তাদেরকে ইমিগ্রেশনে দাঁড়াতে হচ্ছে না।
দেশে ফেরার আগে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে সোমবার সন্ধ্যায় বাংলাদেশের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ শেষে আর হোটেলে ফিরবে না তারা। মাঠ থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাবে অস্ট্রেলিয়া দল।
প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সাত দিনে পাঁচটি ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার এই সফরটা সুখের হয়নি। প্রথম তিন ম্যাচ হেরে সিরিজ খোয়ায় অজিরা। চতুর্থ ম্যাচ জেতা সফরকারীরা শেষ ম্যাচ জিতে জয় দিয়ে সফর শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
করোনাকাল হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বেশ কয়েকটি শর্ত দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিবিকে তিনটি শর্ত মানিয়ে সফরে আসে অজিরা। এর মধ্যে প্রথমটি ছিল বিমানবন্দরে ইমিগ্রেশন করবে না তারা। বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন করে তাদের পাসপোর্ট তিন দিনের মধ্যে ফিরিয়ে দিতে হবে।
পরেরটি ছিল, তাদের হোটেলে অন্য কোনো অতিথি থাকতে পারবে না। তিন নম্বর শর্ত ছিল, এক ভেন্যুতেই সব ম্যাচ খেলতে হবে। এ ছাড়া বাংলাদেশের ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়ালদের ১০ দিনের কোয়ারেন্টিন বাধ্যবাধকতা তো ছিলই। বাংলাদেশে এসেও একের পর এক শর্ত দিয়ে গেছে তারা।
তাদের দাবি অনুসারে পানি ছাড়া মাঠে কোনো খাবার আনতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। ম্যাচ শেষে বাংলাদেশের ক্রিকেটার ও আম্পায়ারদের সঙ্গে হাতও মেলায়নি অজিরা। এ ছাড়া গ্যালারিতে কোনো বল গেলে সেটা আর ম্যাচে ব্যবহার করা হয়নি।