মাদ্রিদ ছেড়ে সার্জিও রামোসের নতুন গন্তব্য ফরাসি রাজধানী!
দেড় দশকেরও বেশি সময় এবং ৬৭১টি ম্যাচ খেলার পর অতি সম্প্রতি সার্জিও রামোসের রিয়াল মাদ্রিদ যাত্রাপথের পরিসমাপ্তি ঘটেছে। তার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনার অন্ত নেই। তবে রিপোর্ট অনুযায়ী, স্পেনের রাজধানী থেকে ফ্রান্সের রাজধানীর উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন এই কিংবদন্তি ডিফেন্ডার।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের রিপোর্ট অনুযায়ী, প্যারিস সাঁ-জাঁতেই (পিএসজি) যোগ দিচ্ছেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ অধিনায়ক।
রিয়াল মাদ্রিদ ছাড়ার মূল কারণ ছিল তার চুক্তির মেয়াদ। ৩৫ বছর বয়সী রামোস মনে করেন, এখনো কয়েক বছর তিনি উচ্চস্তরে খেলা চালিয়ে যেতে পারবেন। সেই অনুযায়ী রিয়ালের কাছে দুই বছরের চুক্তি দাবি করেছিলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা।
তবে রিয়াল তাকে এক বছরের বেশি চুক্তি না দেওয়াতেই গোলমাল বাধে। পিএসজিতেও শুরুতে তাকে এক বছরের চুক্তি এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে অতিরিক্ত এক বছর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। তবে অবশেষে তার বদলে দুই বছরের নতুন চুক্তিতেই সম্মতি জানান রামোস। সেই অনুযায়ী কথাবার্তা পাকা করতে তার এজেন্ট ও ভাই রেনে বৃহস্পতিবার (১ জুলাই) প্যারিসে পৌঁছে গিয়েছিলেন।
রিয়ালের হয়ে তার প্রাপ্ত বেতনের প্রায় সমপরিমাণ, ১০ মিলিয়ন ইউরো প্রতি মৌসুমে পাবেন রামোস।
প্যারিসে যোগ দেওয়ায় রামোসের বেশ কয়েকটি সুবিধা আছে। সার্জিও রিকো, জুয়ান বার্নাট, পাবলো সারাবিয়ার মতো স্বদেশীয়দের পাশাপাশি দলের কোচ মরিসিও পচেতিনোও স্প্যানিশভাষী। এছাড়া দুই দেশের রাজধানীর মধ্যেই বিমানে দূরত্ব মাত্র ঘণ্টাখানেকের। ফলে পিএসজিতে তার মানিয়ে নিতে সুবিধাই হওয়ার কথা।
শিগগিরই আনুষ্ঠানিকভাবে রামোসের পিএসজিতে যোগদানের কথা ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে।