মুশফিকের ব্যাটগুলো কাঁদছে
খেলা কিংবা অনুশীলন; সবখানেই একটু বেশি সিরিয়াস মুডে দেখা মেলে মুশফিকুর রহিমের। আবার খেলা বা অনুশীলন না থাকলেও সমস্যা নেই, জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার থাকেন একই মেজাজে। অনুশীলনে সবচেয়ে বেশি সময় কাটান তিনি। আনুষ্ঠানিক ছুটির মধ্যেও মিরপুরে মুশফিককে অনুশীলনে দেখা যায়। এ ছাড়া নেটে সবচেয়ে বেশি ব্যাটিং করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
করোনাভাইরাসের কারণে অনেকদিন মাঠে যাওয়া হয় না মুশফিকের। অনুশীলন বা নেটে ব্যাটিংও তাই সম্ভব নয়। বাকি সবার মতো ঘরবন্দি অবস্থাতেই সময় কাটছে তার। বাইরে যাওয়ার সুযোগ না থাকায় ঘরেই ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। কিন্তু এতে মন ভরছে না মুশফিকের। ব্যাট হাতে মাঠে নামতে চান তিনি।
এটা করতে না পেরে তার ব্যাটগুলো কাঁদছে বলে জানিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। শনিবার রাতে তামিম ইকবালের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম লাইভে ঘণ্টা খানেক আড্ডা দেন মুশফিক।
পড়ে থাকা এসএস ব্যাটগুলো নিয়ে আড্ডার এক ফাঁকে মুশফিক বলেন, 'সত্যি কথা বলতে, এখন বিরক্ত লাগছে কিছুটা। খারাপ লাগছে। কারণ ব্যাট মিস করছি অনেক। বাসায় ব্যাট আছে, প্রতিদিন ব্যাট ধরি। এসএসের আমার নতুন ব্যাটগুলো, খুব কান্না করছে। কবে যে ব্যাটিং করব।'
ঘরবন্দি এই অবস্থায় মানুষকে একটু ভিন্ন স্বাদ দিতে মুশফিককে নিয়ে লাইভে আসেন তামিম। ঘণ্টা খানেকের এই আড্ডায় অনেক মজার বিষয় নিয়েই কথা বলেন জাতীয় দলের সিনিয়র এই দুই ক্রিকেটার। আজ রাতে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে আড্ডা দেবেন তামিম।