আলো স্বল্পতায় ৩৩ ওভার আগেই দিনের খেলা শেষ
মিরপুর টেস্টের প্রথম দিনে বারবার খেলায় বিঘ্ন ঘটলো। দেড়টার দিকে বৃষ্টি শুরু হয়, খেলা বন্ধ থাকে ২৫ মিনিটের মতো। এরপর আলো স্বল্পতার কারণে ৩৩ ওভার আগেই দিনের খেলা শেষ হয়ে গেল। ৩টা ৫ মিনিট থেকে খেলা বন্ধ থাকার পর ৪টা ১০ মিনিটে দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। ৫৭ ওভার শেষে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৬১ রান। বাবর আজম ৬০ ও আজহার আলী ৩৬ রানে অপরাজিত আছেন।
আলো স্বল্পতায় খেলা বন্ধ
মিরপুরে টেস্টের প্রথম দিনে বারবার খেলায় বিঘ্ন ঘটছে। দেড়টার দিকে বৃষ্টি শুরু হয়, খেলা বন্ধ থাকে ২৫ মিনিটের মতো। এবার আলো স্বল্পতার কারণ খেলা বন্ধ হলো। চা পানের বিরতির পর দুই দল মাঠে ফিরলেও খেলা শুরু হয়নি। ৩টা ৫ মিনিট থেকে খেলা বন্ধ আছে। ৫৭ ওভার শেষে ২ উইকেটে সফরকারীদের সংগ্রহ ১৬১ রান। বাবর ৬০ ও আজহার ৩৬ রানে অপরাজিত আছেন।
বাবর-আজহারের ব্যাটে এগিয়ে যাচ্ছে পাকিস্তান
প্রথম সেশনে ২টি উইকেট হারালেও দলকে পথ হারাতে দেননি আজহার আলী ও অধিনায়ক বাবর আজম। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে চা পানের বিরতিতে যাওয়ার আগে ৫৭ ওভার শেষে ২ উইকেটে সফরকারীদের সংগ্রহ ১৬১ রান। বাবর ৬০ ও আজহার ৩৬ রানে অপরাজিত আছেন।
মিরপুরে হঠাৎ বৃষ্টি
বৃষ্টিতে বন্ধ হয়ে গেল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের খেলা। প্রথম দিন ৪৪ ওভারের খেলা শেষে বৃষ্টি শুরু হয়। আপাতত উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। ৪৪ ওভারে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১২৩ রান। অধিনায়ক বাবর আজম ৩৮ ও আজহার আলী ২০ রানে অপরাজিত আছেন।
তাইজুলময় সেশনে দুটি রিভিউ হারানোর হতাশা
মিরপুর টেস্টের প্রথম সেশনটা ভালোই গেল বাংলাদেশের। ৩১ ওভারের সেশনে ৭৮ রান তুলেছে পাকিস্তান। তবে দুটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ, দুটি শিকারই তাইজুল ইসলামের। বাঁহাতি এই স্পিনার প্রথম সেশন রাঙালেও দলের আছে রিভিউ হারানোর হতাশা। একটি এলবিডব্লিউ ও একটি কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু দুটি রিভিউ-ই হারায় ঘরের মাঠের দলটি।
আবিদ আলীর স্টাম্পও ভাঙলেন তাইজুল
পাকিস্তানকে ভালোই ভোগাচ্ছেন তাইজুল ইসলাম। পাকিস্তানের দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই স্পিনার। দারুণ এক আর্ম ডেলিভারিতে আবদুল্লাহ শফিকের স্টাম্প উপড়ে নেওয়া তাইজুল আবিদ আলীর স্টাম্পও ভাঙলেন। যদিও আবিদ নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। ইনসাইড এজে বোল্ড হন ৩৯ রান করা আবিদ।
২৮ ওভার শেষে ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৭০ রান। উইকেটে আছেন অধিনায়ক বাবর আজম ও আজহার আলী
রিভিউ হারানোর পর তাইজুলের আঘাত
পাকিস্তানের উদ্বোধনী জুটি যেন কঠিন দেয়াল হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। বারবার আঘাত করেও মেলে না সাফল্য। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৪৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৫১ রানের জুটি গড়েন তাদের দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। মিরপুর টেস্টেও দারুণ ব্যাটিং করেছেন এ দুজন।
এই জুটি ভাঙতে উল্টো রিভিউ হারায় বাংলাদেশ। ১৬তম ওভারের পঞ্চম বলে আবদুল্লাহ শফিকের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা সাকিব আল হাসানের ডেলিভারিতে আউট না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু এতেও লাভ হয়নি।
যদিও এই হতাশা ভুলিয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। দারুণ এক আর্ম ডেলিভারিতে আবদুল্লাহ শফিককে ফিরিয়ে দিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এদিন পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙেছে ৫৯ রানে। ফেরার আগে ২৫ রান করেন শফিক। ১৯ ওভার শেষে ১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৫৯ রান। আবিদ আলীর সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন আজহার আলী।