রোমানের পর টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছেন দিয়া
বাংলাদেশের আর্চারিতে সবচেয়ে বড় নাম রোমান সানা। তার সঙ্গে যোগ হয়েছে আরেকটি নাম, দিয়া সিদ্দিকী। এই দুজন মিলে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় পর্যায়ের ফাইনালে উঠে সাড়া ফেলেছিলেন। এবার টোকিও অলিম্পিকেও বাংলাদেশের এই দুই আর্চার অংশ নিতে যাচ্ছেন।
আন্তর্জাতিক আর্চারিতে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক রোমান সানা নিজ যোগ্যতায় বছর দুয়েক আগে অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছিলেন। তবে দিয়া অলিম্পিকে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ট্রাইপারটাইট কমিশনের 'ইনভাইটেশন প্লেসে'র সুবাদে। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ।
অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশনে কোটা পাওয়ার শেষ দিনে সুখবর পেলেন দিয়া সিদ্দিকী। সোমবার এক বিবৃতিতে আর্চারি ফেডারেশন জানিয়েছে, অন্য তিন দেশের তিন অ্যাথলেটের সঙ্গে দিয়াও মনোনীত হয়েছেন।
প্যারিসের অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশন এবং আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-৩ থেকে রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত বিভাগ থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। বাকি ছিল শুধু মহিলা রিকার্ভ একক। এখানেও বিউটি রায় ও মেহেনাজ আক্তার মুনিরা হতাশ করেন।
কোয়ার্টার-ফাইনালে দারুণ লড়াই করেও হেরে যান দিয়া। এতে অবশ্য বেশিক্ষণ মন খারাপ করে থাকতে হয়নি তাকে। কয়েক ঘণ্টার মধ্যেই সুখবর পান তিনি।
২০১৯ সালের জুনে আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতে টোকিং অলিম্পিকে জায়গা নিশ্চিত করেন রোমান সানা। এবার দিয়া সুযোগ পাওয়ায় টোকিও অলিম্পিক আর্চারিতে দুই বিভাগে লড়বে বাংলাদেশ।