শামীম ঝড়ে উড়ে গেল প্রাইম ব্যাংক
জাতীয় দলে ডাক পাওয়ার খবরে অতি উত্তেজনায় হয়তো তালগোল পাঁকিয়ে গিয়েছিল শামীম হোসেন পাটোয়ারীর। বুধবার ব্যাট হাতে মাঠে নামার আগে নির্বাচকদের কাছ থেকে সুখবরটি পেয়ে যেন উইকেটে কিছুটা বেসামাল হয়ে যান যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। আবাহনী লিমিটেডের বিপক্ষে ২ রান করেই থামেন। তবে পরদিনই ব্যাট হাতে তাণ্ডব চালালেন তিনি। শামীমের ব্যাটিং ঝড়ে উড়ে গেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়েছে শামীমদের দল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ছোট লক্ষ্যে বল-রানের ব্যবধান বেড়ে গেলেও ২২ গজে ব্যাট হাতে শাসন করে দলকে জয় এনে দেন শামীম।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি প্রাইম ব্যাংক। রনি তালুকদার ও নাহিদুল ইসলামের ব্যাটে ১০ উইকেটে ১২৬ রান তোলে দলটি। জবাবে সাইফ হাসান ও ফজলে মাহমুদের ছোট ইনিংসের পর শামীমের ঝড়ো ব্যাটে ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় দোলেশ্বর।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি দোলেশ্বর। দলীয় ১২ রানের মধ্যেই দুই ওপেনার ইমরান উজ্জামান ও তাওকার খানকে হারায় তারা। এরপর সাইফ হাসান ২৭ ও ফজলে মাহমুদ ২০ রান করে কিছুটা এগিয়ে দেন। ১৩ রান করা মার্শাল আইয়ুবের সঙ্গে অনেকটা পথ পাড়ি দেন শামীম।
এ সময় শামীমই কেবল ব্যাট চালিয়েছেন। প্রাইম ব্যাংকের মুস্তাফিজ, রুবেলদের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন শামীম। দারুণ ব্যাটিংয়ে সহজেই জয় ছিনিয়ে নেন তিনি। বাঁহাতি তরুণ এই ব্যাটসম্যান ৩০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫২ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেও অপরাজিত থাকেন। রুবেল হোসেন ২টি উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা প্রাইম ব্যাংকের হয়ে কেবল দুজন ব্যাটসম্যান রান করেছেন। রনি তালুকদার ৪১ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫৯ ও নাহিদুল ইসলাম ২৭ রান করেন। বাকি ব্যাটসম্যানদের কেউ-ই দুই অঙ্কের রান করতে পারেননি। ৪ উইকেটে নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতের দোলেশ্বরের শফিকুল ইসলাম। ৩টি উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।