প্রিমিয়ার লিগে সেঞ্চুরির দিন
সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন শামীম হোসেন পাটোয়ারী। আবাহনী লিমিটেডের বাঁহাতি এই ব্যাটসম্যান তাণ্ডব চালিয়ে তুলে নেন ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি। বিকেএসপিতেই পাশের মাঠে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান লেজেন্ড অব রূপগঞ্জের অভিজ্ঞ ব্যাটসম্যান রাকিবুল হাসান। পরে এই ম্যাচেই সেঞ্চুরি করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে জেতান শাহাদাত হোসে দিপু। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে সেঞ্চুরিময় একটি দিন গেছে।
ব্যাট হাতে অনেক দিন ধরে নিজের ছায়া আছেন শামীম হোসেন। জাতীয় দলে অনুজ্জ্বল থাকার পরও সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কিচু করতে পারেননি বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। অবশেষে তার ব্যাটে রানের ছোঁয়া। আবাহনীর হয়ে সিটি ক্লাবের বিপক্ষে ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন শামীম।
ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৬ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১০৮ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তার ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ৩০৯ রানের বড় সংগ্রহ গড়ে আবাহনী। পরে আরাফাত সানি ও মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিং তোপের মুখে ৪২ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব, ১১ রানের বিশাল জয় পায় আবাহনী।
শুরুটা দেখে মনে হয়নি এমন একটি ইনিংস খেলতে যাচ্ছেন শামীম। ধীর-স্থির শুরুই করেন তরুণ এই ব্যাটসম্যান। ৪১ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। ৫০ পেরোতেই রণমূর্তি ধারণ করেন তিনি। সিটি ক্লাবের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়ে মাত্র ২২ বলে পরের ৫০ রান করেন শামীম।
বিকেএসপির চার নম্বর মাঠে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন রাকিবুল হাসান। ১২৫ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ১২১ রান করেন ডানহাতি এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তার সঙ্গে নাঈম ইসলামের ৯১ রানে ৫ উইকেটে ২৬৫ রান তোলে রূপগঞ্জ। এই রানও অবশ্য যথেষ্ট হয়নি। দারুণ সেঞ্চুরিতে দলকে জয় এনে দেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার শাহাদাত হোসেন দিপু। ১৪৫ বলে ৯টি চার ও একটি ছক্কায় ১৩১ রানে অপরাজিত থাকেন যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।