সিরিজ শেষ না করেই ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ না করেই দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের পেস বোলিং পরামর্শক ভারনন ফিল্যান্ডার। করোনাভাইরাস সতর্কতার অংশ হিসেবে দুই দিন আগেই দেশে ফিরে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার। রোববার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর ফিল্যান্ডারের বাংলাদেশ ছাড়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে দুইদিন আগে চলে যাচ্ছেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার 'ওমিক্রন' বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে আফ্রিকার সাত দেশে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সাতটি দেশ হলো দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, এস্বাতিনী ও মোজাম্বিক।
আগামী ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা সরকার শাটডাউন ঘোষণা করেছে। এ কারণেই ফিল্যান্ডার সোমবার বাংলাদেশ ছাড়তে এক প্রকার বাধ্যই হচ্ছেন। কারণ এর পর শাটডাউন চলাকালীন দেশ ফেরার সুযোগ পাবেন না সাবেক ডানহাতি এই পেসার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিল্যান্ডারের সঙ্গে চুক্তি করে পিসিবি। বাংলাদেশ সফরে প্রথম টেস্ট পর্যন্ত ছিল তার চুক্তির মেয়াদ। সেই হিসেবে ৩০ নভেম্বর দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু নিজে দেশের করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রাম টেস্ট চলাকালীনই দেশে ফিরে যাচ্ছেন ফিল্যান্ডার।