হাফিজ ছাড়া বিশ্বকাপ দলের সবাইকে নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে আছে পাকিস্তান। উড়তে থাকা দলটি সুপার লিগে টানা পাঁচ জয় নিয়ে উঠেছে সেমি-ফাইনালে। বাকিটা পথ যেমনই হোক বাবর আজমের দলের, বিশ্বকাপের পর বিশ্রামের সময় পাচ্ছে না তারা। ক্লান্তি নিয়েই বিশ্বকাপের পরপর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ দল থেকে কেবল মোহাম্মদ হাফিজ এই সফরে আসছেন না। বাকিদের নিয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান।
বাংলাদেশ সফর থেকে হাফিজ নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ জন্য আগেই পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে অনুরোধ করে রেখেছিলেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার।
বিশ্বকাপের পাকিস্তান দলে রিজার্ভ হিসেবে থাকা ব্যাটসম্যান খুশদিল শাহ, পেসার শাহনাওয়াজ দাহানি ও লেগ স্পিনার উসমান কাদিরকে বাংলাদেশ সফরের স্কোয়াডে রাখা হয়েছে। বাইরে থেকে যুক্ত করা হয়েছে শুধু ইফতিখার আহমেদকে।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ মিরপুরেই ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিফ রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।