শান্তর অশান্ত সেঞ্চুরি
প্রথম ইনিংসে উইকেটে দাঁড়াতেই পারেননি নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির শিকারে পরিণত হয়ে মাত্র ২ রান করেই থামতে হয় তাকে। দ্বিতীয় ইনিংসে অন্য শান্তর দেখা মিললো। টেস্ট হলেও দলের রান তোলার কথা মাথায় রেখে ওয়ানডে স্টাইলে সেঞ্চুরি তুলে নিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
১০৯ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে পৌঁছান শান্ত। এরআগে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পূর্ণ করেন সাদমান ইসলাম অনিক। এই দুই ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ৬৬ ওভারে ১ উইকেটে ২৬৭ রান তুলেছে বাংলাদেশ। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৪৫৯ রান। সাদমান ১১৩ ও শান্ত ১০২ রানে অপরাজিত আছেন।
সাদমানের ইসলামের প্রথম
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের প্রথম ইনিংসে উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি সাদমান ইসলাম অনিক। দ্বিতীয় ইনিংসে সুযোগ পেয়ে আর ভুল করলেন না জাতীয় দলের বাঁহাতি এই ওপেনার। দারুণ ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
১৮০ বলে ৮টি চারে সেঞ্চুরিতে পৌঁছান তিনি। সাদমানের সঙ্গে চোখ ধাঁধানো ব্যাটিং করে চলেছেন নাজমুল হোসেন শান্ত। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে দ্বিতীয় ইনিংসে ৬৫ ওভার শেষে ১ উইকেটে ২৬১ রান তুলেছে মুমিনুল হকের দল। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৪৫৩ রান। সাদমান ১১১ ও শান্ত ৯৮ রানে ব্যাটিং করছেন।
দ্রুত লিড বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ
প্রথম ইনিংসে মিলেছে ১৯২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হওয়ার পর দ্রুত লিড বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন সাদমান ইসলাম অনিক ও নাজমুল হোসেন শান্ত। সাদমান দেখেশুনে খেললেও শান্ত দ্রুত রান তোলায় মন লাগিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে ৪৯ ওভারে এক উইকেটে ১৬৯ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৬১ রানের। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেওয়া সাদমান ১৪৪ বলে ৭২ রানে অপরাজিত আছেন। ওয়ানডে স্টাইলে খেলতে থাকা শান্ত ৫৮ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৪৭ রান করে অপরাজিত আছেন। ওপেনার সাইফ হাসান ৪৩ রান করে আউট হন।
হাফ সেঞ্চুরির কাছে গিয়ে থামলেন সাইফ
প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি সাইফ হাসান। ৫ বল খেলে শূন্য হাতেই বিদায় নেন জাতীয় দলের এই ওপেনার। দ্বিতীয় ইনিংসে চাপ সামলে ভালোই ব্যাটিং করছিলেন তিনি। সাদমান ইসলাম অনিকের সঙ্গে সমান তালে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন সাইফ। কিন্তু এবারও তার পথচলা দীর্ঘ হলো না।
৪০ এর ঘরে পেরিয়ে থামলেন সাইফ। ৯৫ বলে ৪৩ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভার বলে ডিওন মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন। তার বিদায়ে উইকেটে গেছেন নাজমুল হোসেন শান্ত।
হারারে টেস্টের চতুর্থ দিনের খেলায় ৩৪ ওভার শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০২ রান। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৯৪ রান। সাদমান ইসলাম ৪৮ ও শান্ত ৮ রানে ব্যাটিং করছেন।