‘আকরামের অনুরোধে’ বেতন বাড়ছে ক্রিকেটারদের
অনেক দিন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা। কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার এখনও চূড়ান্ত করা হয়নি। কে কোন ফরম্যাটে খেলতে চান, সেটা জানতে অপেক্ষা করছে বিসিবি। তবে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।
এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। ক্রিকেটারদের বেতন বাড়াতে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনকে অনুরোধ করেছিলেন আকরাম। তার অনুরোধের ভিত্তিতে ক্রিকেটারদের বেতন ১০-২০ শতাংশ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
আকরাম খান জানান, করোনাকালে অন্যান্য দেশে খেলোয়াড়-স্টাফদের বেতন কমানোর দৃষ্টান্ত থাকলেও তারা করছেন এর উল্টোটা। তিনি বলেন, 'এই পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড় বলেন, স্টাফ বলেন, বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতন ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য।'
গ্রেডের ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়বে বলে জানিয়েছেন আকরাম। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, 'গ্রেডের ভিত্তিতে বেতন বাড়ায় পার্থক্য থাকবে। চিন্তা ভাবনা করে আমরা এটা করব। ১০-২০ শতাংশ বাড়বে। আমরা মৌখিকভাবে অনুমোদন নিয়েছি যে বেতনটা বাড়বে, সেটারও সময় নিতে হবে।'
কে কোন ফরম্যাটে খেলতে আগ্রহী, তা জানতে ক্রিকেটারদের চিঠি পাঠাবে বিসিবি। এরপর কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করা হবে। আকরাম খান বলেন, 'বোর্ড সভার পর আমরা নির্বাচকদের সাথে বসেছিলাম। কিছু জানার ব্যাপার ছিল, আমরা তা জেনেছি। আমরা দুই-একদিনের মধ্যে খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। ওরা কোন ফরম্যাটে খেলতে আগ্রহী, তা জানার। উত্তর আসার সাথে সাথেই চুক্তিটা চূড়ান্ত করে ফেলব।'