‘সামনে সমস্যা এলে উপভোগ করতে হয়,’ বললেন পেলে, নিতে হবে কেমোথেরাপি
কিংবদন্তি ফুটবলার, 'কালো মানিক'খ্যাত পেলের শরীর ভালো নেই বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি কোলনের টিউমার অপারেশন করা হয়েছে তার। এবার জানা গেল, কেমোথেরাপি নিতে হবে এই ব্রাজিলিয়ান ফুটবল বিস্ময়কে।
নিজ দেশের সাও পাওলো শহরের যে হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন, সেখান থেকেই জানানো হয়েছে এ তথ্য।
এদিকে, হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পেরে বেশ ফুরফুরে মেজাজেই আছেন ৮০ বছর বয়সী পেলে। 'বাড়ি ফিরতে পেরে আমি খুব খুশি'- এ কথা লিখেছেনও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
একইসঙ্গে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের সব কর্মী ও চিকিৎসককে জানিয়েছেন ধন্যবাদ।
বলে রাখা ভালো, সপ্তাহখানেক আগে নিয়মিত পরীক্ষা করতে হাসপাতালে গিয়েছিলেন ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী এই জীবন্ত কিংবদন্তি। তখন তার কোলনে টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা দেরি না করে তাকে ভর্তি করিয়ে নেন হাসপাতালে। করান টিউমার অপারেশন।
এরপর তাকে বেশ ভুগতে হয়েছে; কিছুদিন থাকতে হয়েছে আইসিইউতে। তবে বৃহস্পতিবার চিকিৎসকরা জানান, পেলের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে বেশ ভালো। কেমোথেরাপি নিতে পারবেন তিনি
ইনস্টাগ্রামে পেলে লিখেছেন, 'জানি আর লাফাতে পারব না। কিন্তু জীবন এমনই। সবকিছুই মেনে নিতে হয়। সামনে যখন সমস্যা আসে, তখন তা উপভোগ করতে হয়।'
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে রেকর্ড ৭৭টি গোল করেছেন।
-
সূত্র: হিন্দুস্তান টাইমস