র্যাঙ্কিংয়ে আফিফ-মুস্তাফিজের উন্নতি
জিম্বাবুয়ের বিপক্ষে দল টি-টোয়েন্টি সিরিজ হারলেও ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। তিন ম্যাচের সিরিজের পারফরম্যান্সের প্রভাব পড়েছে তার র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি হয়েছে আফিফের। বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মুস্তাফিজুর রহমান।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সব সময়ের মতো সেটা বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে যথাক্রমে ১০, ৩০* ও ৩৯* রান করেন আফিফ। এই পারফরম্যান্সে ৪ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। জিম্বাবুয়েতে এক ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদও এগিয়েছেন। এক ধাপ এগিয়ে ৪২ নম্বরে আছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে মুস্তাফিজের। তিন ম্যাচে ৪ উইকেট নেওয়া বাঁহাতি এই পেসার আছেন ৩১ নম্বরে। পাঁচ ধাপ অবনতি হয়েছে তিন ম্যাচে কোনো উইকেট না পাওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের, ২১ নম্বরে আছেন তিনি।
টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, তার রেটিং পয়েন্ট ৮১৮। দারুণ ছন্দে থাকা ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার উঠে এসেছেন দুই নম্বরে, বাবরের চেয়ে মাত্র ২ (৮১৬) রেটিং পয়েন্ট কম তার।
বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউড। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান বোলার তাবরাইজ শামসি। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।