মিরপুরে খেলার আকুতি জানিয়ে দুবাই গেলেন নিগাররা
ক্যারিয়ার একেবারে ছোট নয়, কদিন পরই আন্তর্জাতিক ক্রিকেটে ৭ বছর পূর্ণ হবে নিগার সুলতানার। নারী জাতীয় দলে অভিজ্ঞদের মধ্যে তিনি অন্যতম। ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন নারী দলের এই অধিনায়ক। বিশ্বকাপে খেলাসহ দেশ-বিদেশের অনেক মাঠেই খেলার অভিজ্ঞতা হয়েছে উইকেটরক্ষক এই ব্যাটারের। কিন্তু অবাক করার মতো হলেও 'হোম অব ক্রিকেট' মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখনও খেলা হয়নি তার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে গেছে নারী ক্রিকেট দল। যাওয়ার কয়েক ঘণ্টা আগে সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য, পরিকল্পনাসহ আরও অনেক বিষয় নিয়ে কথা বলেন নিগার। মিরপুরে খেলার প্রসঙ্গ উঠলে আগ্রহভরে এই মাঠে খেলার জন্য অপেক্ষা করার কথা জানান তিনি।
নিগার বলেন, '২০১৫ সাল থেকে জাতীয় দলে খেলছি, কখনও মিরপুরে খেলিনি। সালমা আপু, জাহানারা আপু, যারা সিনিয়র আছেন, তারা খেলার সুযোগ পেয়েছেন। আমার কাছে মনে হয়, সুযোগ শেষ হয়নি। সামনে যদি কোনো আন্তর্জাতিক সিরিজ থাকে, ক্রিকেট বোর্ডের কাছে আমাদের চাওয়া থাকবে যেন আমরা এই মাঠে খেলতে পারি।'
অনেক সমর্থকও তাদের মিরপুরে খেলতে দেখতে চায় বলে জানান নিগার। বাংলাদেশ অধিনায়কের বিশ্বাস, ভবিষ্যতে মিরপুরে মেয়েদের ম্যাচ রাখবে বিসিবি। ২০১৫ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা নিগার বলেন, 'দিন দিন যেভাবে মেয়েদের ক্রিকেট উন্নতি করছে, অনেক সমর্থকও আছেন; যারা চান যে আমরা এখানে খেলি। বোর্ড আশা করি ভবিষ্যতে চেষ্টা করবে এখানে আয়োজনের জন্য।'
এই মাঠে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করা হয়। নিয়মিত জাতীয় দলের ম্যাচ হয় মিরপুরে। বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলা, ইমার্জিং দলের ম্যাচ, বিপিএলসহ ঘরোয়া নানা টুর্নামেন্টের খেলা হয় এখানে। এমনকি স্কুল ক্রিকেটের ফাইনাল, বিভিন্ন জাতীয় দিবসের প্রদর্শনী ক্রিকেটও হয় এই মাঠে। কেবল নারী দলের ম্যাচই রাখা হয় না।