ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নেপালের তারকা ক্রিকেটার লামিচানে
পূর্ণ ঘোষণা অনুযায়ীই দেশে ফিরেছেন সন্দীপ লামিচানে। বৃহস্পতিবার নেপালের ত্রিভুন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দেশটির তারকা এই লেগ স্পিনারকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২২ বছর বয়সী এই ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে।
দিনের শুরুতে লামিচানে তার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান, 'তদন্তের সমস্ত পর্যায়ে সম্পূর্ণ সহযোগিতা' করতে নেপালে ফিরে যাবেন তিনি। একই পোস্টে লামিচানে বলেন, 'নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আইনি লড়াই লড়ব।'
সংবাদ সংস্থা এএনআই-এর উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস তাদের খবরে বলেছে, বিমানবন্দরে নামার সময় লামিচানেকে গ্রেপ্তার করা হয়। এর আগে, লামিচানে তার অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন। যেখানে তিনি জানান, ন্যায়বিচার চাইবেন এবং সব ধরনের অন্যায়কে অস্বীকার করছেন।
বৃহস্পতিবার সকালে লামিচানে তার পোস্টে লেখেন, 'নেপাল কর্তৃপক্ষের কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য আমার আন্তরিক প্রতিশ্রুতি অনুযায়ী আমি কাতার এয়ারওয়েজ যোগে সকাল ১০টায় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব।' 'ষড়যন্ত্রমূলক মামলায়' আইনি লড়াই চালিয়ে আবারও ক্রিকেট মাঠে ফেরার প্রত্যয়ের কথা জানান নেপালের এই ক্রিকেটার।
নেপালের হয়ে ৩০টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি খেলা লামিচানে আরও লেখেন, 'আমি নিশ্চিত যে আমি ন্যায়বিচার পাব এবং আমার প্রিয় দেশের নাম ও খ্যাতির স্বার্থে দ্রুতই ক্রিকেট মাঠে ফিরে আসব। আমি দ্রুত বিচারের জন্য প্রার্থনা করি। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমি তদন্তের সমস্ত পর্যায়ে সম্পূর্ণ সহযোগিতা করব এবং আইনি লড়াই করব। ন্যায়বিচারের জয় হোক।'
১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত মাসের প্রথম সপ্তাহে লামিচানের বিরুদ্ধে মামলা হয়। সে সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন তিনি। মামলার দুদিন পর কাঠমান্ডুর একটি আদালত লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ ঘটনায় জাতীয় দলের অধিনায়কের পদ থেকে তাকে সরিয়ে দেয় নেপাল ক্রিকেট বোর্ড (সিএএন)। তারকা এই ক্রিকেটার বাদ পড়েন সিপিএল থেকেও। লামিচানেকে ধরতে নেপালের পুলিশ গত মাসের শেষ সপ্তাহে ইন্টারপোলের সাহায্য নেয়। ইন্টারপোলও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।