ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত লামিচানে
গত এক বছর ধরেই ধর্ষণ করার অভিযোগ ঝুলছিল সন্দীপ লামিচানের ওপর। শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন নেপালের এই লেগ স্পিনার। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, আদালত আজ লামিচানেকে দোষী হিসেবে রায় দিয়েছে।
কাঠমান্ডুর জেলা আদালত সিদ্ধান্তে এসেছেন যে সেই মেয়েটি অপ্রাপ্তবয়স্ক ছিলেন না। নেপাল জাতীয় দলের এই ক্রিকেটারের শাস্তির পরিমাণ ঠিক করা হবে পরবর্তী শুনানিতে। লামিচানের আইনজীবী সরোজ ঘিমির বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, 'তিনি ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। পরবর্তী শুনানিতে রায় জানা যাবে।'
গত বছরের ২১ আগস্ট লামিচানের বিরুদ্ধে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন কাঠমান্ডু জেলা আদালত। এরপর ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।
৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি লেগ স্পিনারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ অক্টোবর দেশে ফিরলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
গ্রেপ্তারের পর কাঠমান্ডু জেলা আদালত গত বছরের ২২ নভেম্বর লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে লামিচানে উচ্চ আদালতে আপিল করেন। শেষ পর্যন্ত দোষীই সাব্যস্ত হয়েছেন তিনি।