ফাইনাল সেরা কারান টুর্নামেন্ট সেরাও
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সেরা খেলোয়াড়ের পাশাপাশি টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অল-রাউন্ডার স্যাম কারান। ফাইনালে অসাধারণ পারফরম্যান্স তো দেখিয়েছেনই, পুরো টুর্নামেন্টেই ইংল্যান্ডের বোলিং আক্রমণের সবথেকে কার্যকরী অস্ত্র ছিলেন কারান।
পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নেন কারান। তার দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। কারানের এমন ইকোনমিকাল বোলিং পাকিস্তানকে মাত্র ১৩৭ রানে বেঁধে ফেলতে ইংল্যান্ডকে সাহায্য করে। এই পারফরম্যান্সের জন্য ফাইনাল সেরার পুরস্কার জেতেন কারান।
পুরো টুর্নামেন্ট জুড়েই নিজের বোলিং দিয়ে সমর্থক এবং আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচন কমিটির নজর কেড়ে নিয়েছেন কারান। ফাইনালের ৩ উইকেট সহ ৭ ম্যাচে কারান নিয়েছেন ১৩ উইকেট। পাশাপাশি ওভারপ্রতি তার ইকোনমিও দুর্দান্ত। পুরো টুর্নামেন্ট জুড়ে অসামান্য পারফরম্যান্স এর প্রতিদান হিসেবেই সেরা খেলোয়াড়ের পুরস্কারটি উঠে স্যাম কারানের হাতে।
এর আগে টুর্নামেন্টের সেরা পারফর্মারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল আইসিসি। ৯ জন এর মধ্যে যে কোনো একজনকে বেছে নেয়ার দায়িত্ব ছিলো সমর্থক এবং আইসিসির গঠিত প্যানেলের। ফাইনালের পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করেই টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের মুকুট জিতেছেন ২৪ বছর বয়সী ইংলিশ অল-রাউন্ডার স্যাম কারান।