রান বন্যার দিনে ইংল্যান্ডের রেকর্ড
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়ল ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৫০৬ রান সংগ্রহ করেছে ইংলিশরা।
টেস্ট ক্রিকেটের প্রথম দিনেই এত রান এর আগে কখনো হয়নি। ইংলিশ ব্যাটসম্যানদের আধিপত্যের দিনে বেধড়ক পিটুনি খেয়েছেন পাকিস্তানি বোলাররা। ওয়ানডে মেজাজে ব্যাট করেছে ইংল্যান্ড।
প্রথমদিনে ৫০৬ রানের রেকর্ড গড়ার দিনে সেঞ্চুরি পেয়েছেন ৪ ইংলিশ ব্যাটসম্যান।
এর মধ্যে টপ-অর্ডারের তিনজন জ্যাক ক্রলি, বেন ডাকেট এবং ওলি পোপের পাশাপাশি ৫ নাম্বারে নামা হ্যারি ব্রুক তুলে নিয়েছেন শতক।
বাকি তিনজন আউট হলেও ব্রুক অপরাজিত আছেন ১০১ রান করে।