বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন ডমিঙ্গো
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।
সদ্যই ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজ শেষে বড়দিনের ছুটিতে নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় যান ডমিঙ্গো। তবে সেখান থেকে বাংলাদেশের কোচ হিসেবে আর ফিরছেন না তিনি।
বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস ইঙ্গিত দেন, বোর্ড ডমিঙ্গোকে ছেড়ে দেওয়ার পক্ষেই ছিলো। নতুন কোচ নিয়োগের ব্যাপারে তিনি বলেন, 'আমাদের এমন একজন কোচ দরকার যিনি দলের উপর প্রভাব রাখতে পারবেন।'
ঢাকা টেস্টের পরই পরিবর্তনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন জালাল ইউনুস, 'খুব দ্রুতই আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। আমরা একটি শক্তিশালী দল দাঁড় করাতে চাই, যারা যে কারো বিপক্ষে লড়াই করতে পারবে এবং জিততে পারবে।'
জাতীয় দলে কোচের ভূমিকা যে মূলত খেলা শিখানোর নয় বরং খেলোয়াড়দের মানসিকভাবে দৃঢ় হতে সহায়তা করা সেটিও মনে করিয়ে দেন ইউনুস, 'এই পর্যায়ে এসে একজন খেলোয়াড়কে স্কিল শেখানো খুব একটা প্রয়োজনীয় নয়। একজন কোচ হিসেবে খেলোয়াড়দের ভুল শুধরে দেওয়া এবং তাদেরকে চাঙ্গা রাখাটাই মূল কাজ।'
উল্লেখ্য, রাসেল ডমিঙ্গো ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ দলের দায়িত্ব নেন। তার অধীনে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। নিউজিল্যান্ডে প্রথমবারের মতো টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয় এবং ভারতের বিপক্ষে সদ্যই ওয়ানডে সিরিজ জয়ও এসেছে ডমিঙ্গোর সময়কালে।