বিপিএল টাইটেল স্পন্সরশিপ: অর্থের পরিমাণ জানাতে আপত্তি বিসিবির
বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেটের জয়জয়কার চলছে। আন্তর্জাতিক অঙ্গনে ফরম্যাটটি তুমুল জনপ্রিয় হওয়ায় অনেক দেশেই জমকালোভাবে আয়োজন করা ঘরোয়া লিগ। যেখানে বসে তারকা ক্রিকেটারের মেলা, থাকে অর্থের ঝনঝনানি। টাইটেল স্পন্সরশিপ বা টিভি স্বত্ব বিক্রি করে অনেক অর্থ আয় করে আয়োজকরা। বেশিরভাগ লিগ আয়োজক অর্থের পরিমাণও জানিয়ে দেয়। এখানে একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
টাইটেল স্পন্সরশিপ বা টিভি স্বত্বের অর্থের পরিমাণ জানতে চাইলেই ইনিয়ে-বিনিয়ে পাশ কাটিয়ে যান বিসিবির কর্তারা। এবারও ঠিক তেমনই হয়েছে। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় সংবাদ সম্মেলন করে বিপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ইস্পাহানির নাম ঘোষণা করা হয়। এ সময় টাইটেল স্পন্সরশিপ বিক্রির অর্থের পরিমাণ জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, তিনি এটা প্রকাশ করতে পারবেন না।
আইপিএলসহ অন্যান্য লিগের উদাহরণ দিলে বিসিবির প্রধান নির্বাহী জানান, বোর্ডে আলোচনার পর অর্থের পরিমাণ জানানোর চেষ্টা করবেন তিনি। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'এটা মূলত বিসিবি ও এজেন্সির মধ্যে চুক্তি। এটা আমরা প্রকাশ করব না। আমাদের সঙ্গে স্পন্সরের কিন্তু একটা গোপণীয়তা থাকে। ওটার কারণে কেউ এটা প্রকাশ করে না। তারপরও সম্ভব হলে আমি নিশ্চয়তা দিচ্ছি, একটু আলাপ করে আজ আমি বলে দিব।'
যদিও বিপিএলের শুরুর কয়েক আসরে এই গোপনীয়তা ছিল না বিসিবির। তখন সরাসরি স্পন্সর কোম্পানির সঙ্গে চুক্তি হতো বলে অর্থের পরিমাণ প্রকাশ যেত বলে জানান বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, 'আগে যেগুলো বলা হতো, সেগুলো সরাসরি স্পন্সরের সঙ্গে হতো। আর এখানে কিন্তু আমরা একটা এজেন্সির মাধ্যমে করছি।'
'এই প্র্যাকটিস অন্যান্য বোর্ডগুলোও করছে। এই ফিগারটা আমি আমার অবস্থান থেকে প্রকাশ করতে পারব না এই কারণে যে, দুই পক্ষের চুক্তির একটা ব্যাপার থাকে। আমি আশা করব, এই অবস্থায় আমাদেরকে এক্সকিউজ করবেন। পরবর্তীতে আমরা চেষ্টা করব এ ধরনের তথ্য আপনাদের দেওয়ার জন্য।' যোগ করেন তিনি।
প্রথম আসরের উদাহরণ টেনে নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, 'প্রথম আসরে ডেসটিনির সঙ্গে সরাসরি চুক্তি হয়েছিল। কিন্তু এবারের বিষয়টা আমি বলতে পারব না। তবে আমি শেয়ার করতে পারব, আমাকে একটু সময় দিন। এখানে অস্বচ্ছ্বতার কিছু নেই। এটা এজেন্সি ও স্পন্সরের মধ্যে চুক্তির ব্যাপার। এ জন্যই আমাদের বাধা আছে, তবে আমি নিশ্চয়তা দিচ্ছি আমাদের নিজেদের মধ্যে আলোচনার ব্যাপার আছে, সেই আলোচনায় অনুমোদন পেলে আমরা এটা জানিয়ে দেব।'