বিপিএল খেলতে ঢাকায় বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ ক্রিকেটার রবিন দাস
বিপিএলে অংশ নিতে বাংলাদেশে পৌঁছেছেন রবিন দাস। এমনিতে ব্রিটিশ নাগরিক হলেও রবিন বাংলাদেশি বংশোদ্ভুত। ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান ইংল্যান্ড জাতীয় দলের মূল একাদশে এখন পর্যন্ত সুযোগ না পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে বারোতম খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালন করেছেন মাঠে।
রবিন বিপিএলে খেলবেন ঢাকা ডমিনেটরসের হয়ে। ৬ জানুয়ারি বাংলাদেশে পৌঁছেছেন তিনি, আজ থেকে যোগ দিবেন দলের ক্যাম্পে।
২০০২ সালে ইংল্যান্ডের লেটোনস্টোনে জন্ম রবিনের। তার বাবা মৃদুল দাসের জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে। তিনি ইংল্যান্ডে পাড়ি জমানোর অনেক পরে রবিনের জন্ম হয়। রবিন পড়াশোনা করেছেন বেন্টউড শহরে, সেইসাথে কাউন্টি খেলছেন এসেক্সের হয়ে।
এসেক্সের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ২০১৮ সালের জুলাইয়ে দুর্দান্ত এক দ্বিশতক করেছিলেন। সেই ম্যাচে এসেক্সের প্রতিপক্ষ ছিল ব্রেন্টউড ক্রিকেট ক্লাব।
বাংলাদেশের ক্রিকেটেও রবিন দাস খুব অপরিচিত কেউ নন। ২০২০ সালের শেষ দিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফটে রবিনের নাম ছিল, পরে যদিও খেলার সুযোগ পাননি। ২০১৯ সালে রবিন এসেক্সের 'একাডেমি প্লেয়ার অব দ্য ইয়ার' সম্মান পান।
বাংলাদেশি বংশোদ্ভুত এই ব্রিটিশ খেলোয়াড় এবার বিপিএলে আলো ছড়ানোর অপেক্ষায়।