বিক্রি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!
গত কয়েক বছর ধরেই ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছে ক্লাবের মালিকপক্ষ। আমেরিকান ধনাঢ্য পরিবার গ্লেজার্সরা ২০০৫ সালে কিনে নেন ইংল্যান্ডের অন্যতম বড় এই ক্লাবটি। তাদের মালিকানার অধীনে ইউনাইটেড বেশকিছু বড় শিরোপা জিতেছে।
এবার গ্লেজার্সদের সঙ্গে ইউনাইটেডের ১৮ বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা জেগেছে। রেড ডেভিলদের কিনে নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছেন ব্রিটেনের অন্যতম ধনী ব্যক্তি, স্যার জিম র্যাটক্লিফ।
ব্রিটেনভিত্তিক কেমিক্যাল কোম্পানি আইএনইওএসের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী প্রধান জিম র্যাটক্লিফ ম্যানচেস্টার ইউনাইটেডের পার ভক্ত। বিলিয়েনেয়ার এই ব্যক্তি এবার নিজের সমর্থন করা ক্লাবকে কিনে নিতে বদ্ধ পরিকর বলেই শোনা যাচ্ছে।
ইউনাইটেডকে কিনে নেওয়ার জন্য গ্লেজার্সদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠিয়েছে র্যাটক্লিফের কোম্পানি, জানিয়েছেন কোম্পানির একজন মুখপাত্র। ইউনাইটেড ভক্ত হলেও, কিছুদিন আগে চেলসিকে কিনে নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন র্যাটক্লিফ।
গ্লেজার্সরা বিদায় নিলে ইউনাইটেড ভক্তরা হাঁফ ছেড়ে বাঁচবেন বলা চলে। গেল কয়েক বছরে ক্লাব থেকে টাকা তুলে নিলেও সার্বিক অবকাঠামোর তেমন উন্নতি চোখে পড়েনি। ক্রিশ্চিয়ানো রোনালদোও গ্লেজার্সদের বেশ সমালোচনা করেছিলেন কিছুদিন আগেই।