বিগ ব্যাশে চলছে স্মিথ তাণ্ডব
ব্যাট হাতে দুর্বার ছন্দে আছেন স্টিভ স্মিথ। বিগ ব্যাশে স্বপ্নের মতো সময় কাটছে সিডনি সিক্সার্সের অজি এই ওপেনারের। আগের ম্যাচে দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি করা ডানহাতি এই ব্যাটসম্যান শনিবারও পৌঁছালেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। সিডনি থান্ডারের বিপক্ষে আরও খুনে ব্যাটিংয়ে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে যেন অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিলেন স্মিথ।
বুধবার অ্যাডিলেড স্টাইকার্সের বিরুদ্ধে ৫৬ বলে সেঞ্চুরি করেন তারকা এই ব্যাটসম্যান। থান্ডারের বিপক্ষেও সেঞ্চুরি পূর্ণ করতে তার লেগেছে ৫৬ বল। আগের ম্যাচে ছক্কা মেরে সেঞ্চুরি করা স্মিথ এবারও একই কাজ করেছেন, ছক্কা মেরেই সেঞ্চুরি করেন তিনি। অ্যাডিলেডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা স্মিথ ১০১ রান করে আউট হন।
থান্ডারের বিপক্ষে নিজেকে ছাড়িয়ে গেছেন তিনি। এই ম্যাচে ৬৬ বলে ১৮৯ স্ট্রাইক রেটে ১২৫ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেও অপরাজিত থাকেন তিনি। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে এটাই তার সর্বোচ্চ রানের ইনিংস। ছক্কাতেও আগের ইনিংস ছাপিয়ে গেছেন বোলারদের যমদূত হয়ে ওঠা স্মিথ। অ্যাডিলেডের বিপক্ষে ৫টি চারসহ ৭টি ছক্কা মারেন তিনি। থান্ডারের বিপক্ষে ৫টি চারই মেরেছেন, কিন্তু ছক্কা মেরেছেন ৯টি।
টেস্ট এবং ওয়ানডেতে মহাতারকার স্বীকৃতি পেলেও টি-টোয়েন্টিতে স্মিথের তেমন কদর ছিল না। এবারের আইপিএলে দলই পাননি তিনি। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান টেস্ট র্যাঙ্কিংয়ের দুই নম্বরে আছেন, ওয়ানডেতে আট নম্বরে। এই দুই ফরম্যাটের দাপট টি-টোয়েন্টিতে দেখাতে পারেননি বলে এতোদিন বদনাম ছিল স্মিথের। অস্ট্রেলিয়ার হয়ে তার খেলা ইনিংসগুলোর স্ট্রাইক রেট নিয়ে হতো সমালোচনা। সেই স্মিথই এবার পুরোপুরি ভিন্ন চেহারায় হাজির হয়ে ২২ গজে তাণ্ডব চালাচ্ছেন।
স্মিথের ইনিংসের সমান ১২৫ রানের ব্যবধানেই থান্ডারকে হারিয়েছে সিডনি সিক্সার্স। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ম্যাচসেরা স্মিথের ঝলমলে সেঞ্চুরি ও ময়সেস হেনরিকসের হার না মানা ৪৫ রানের সুবাদে ২ উইকেটে ১৮৭ রান তোলে সিক্সার্স। জবাবে স্টিভ ও'কফি, শন অ্যাবট, বেন দারউইসদের বোলিং তোপে ১৪.৪ ওভারে ৬২ রানেই অলআউট হয়ে যায় থান্ডার। ও'কফি ৩ ওভারে মাত্র ১০ রানে ৪টি উইকেট নেন। ২.৪ ওভারে ১১ রানে অ্যাবটের শিকার ৩ উইকেট। ৩ ওভারে ১৪ রানে ২ উইকেট পান দারউইস।