'১১ পয়েন্টের পার্থক্য খুব বেশি নয়'
মৌসুমের শুরুতেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে বার্সেলোনা। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে হোঁচট খাওয়া দলটিই এখন স্প্যানিশ লা লিগায় রীতিমতো দৌড়াচ্ছে।
২১ ম্যাচে ৫৬ পয়েন্ট তুলে নিয়ে শিরোপা দৌড়ে সবার উপরে আছে জাভি হার্নান্দেজের দল। দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২০ ম্যাচে ৪৫।
তবে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থেকেও নিজেদের পুরোপুরি ফেভারিট ভাবছেন না বার্সেলোনা কোচ। তার মতে এখনো অনেক কিছুই ঘটতে পারে। লা লিগায় প্রতিটি দল ৩৮ টি করে ম্যাচ খেলে, মাত্র ২১ ম্যাচ খেলা হয়েছে এর মধ্যে। তাই পথটা এখনো অনেক লম্বা বলে মন্তব্য জাভির, '১১ পয়েন্ট খুব বেশি পার্থক্য নয়। মনে রাখতে হবে, এখনো আমাদের ১৭টি ম্যাচ বাকি।'
১১ পয়েন্টের পার্থক্য অবশ্য ৮ পয়েন্টে নেমে আসার সম্ভাবনা রয়েছে, নিজেদের হাতে থাকা ম্যাচ জিতলেই রিয়াল ব্যবধান কমাতে পারবে।
ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ ব্যবধানের জয়টি ছিল লিগে বার্সার টানা ষষ্ঠ জয়, সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ তম। এ ছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত কাতালান ক্লাবটি। ভিয়ারিয়াল ম্যাচের পর দলের ধারাবাহিকতার প্রশংসাই ঝরালেন জাভি, 'আমি খুশি, এ ধরনের ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। বোঝা যাচ্ছে, আমরা একটা শক্তিশালী দল হিসেবে গড়ে উঠছি।'