ক্রিকেট টুর্নামেন্টে বেঙ্গালুরুর উপদেষ্টা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা
উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম আসরকে সামনে রেখে সানিয়া মির্জাকে দলের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের আদলে ভারতে এবারই প্রথম মেয়েদের ফ্র্যাঞ্চাইজভিত্তিক টি-টোয়েন্টি লিগ শুরু হতে যাচ্ছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অফিসিয়াল টুইটার একাউন্টে সানিয়া মির্জার উপদেষ্টা থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সানিয়া মির্জাকে নিয়োগ দেওয়ার পেছনে বেঙ্গালুরু কারণ হিসেবে দেখিয়েছে তার খেলোয়াড়ি জীবনের নৈপুণ্য এবং চাপ জয় করতে জানার মানসিকতাকে, 'ভারতীয় ক্রীড়ায় অসাধারণ অবদান রাখা একজনকে দলের উপদেষ্টা হিসেবে নিতে পেরে আমরা আনন্দিত। ভারতীয় মেয়েদের ক্রীড়ায় আসার পেছনে তিনি একজন জীবন্ত অনুপ্রেরণা।'
এদিকে বেঙ্গালুরু দলে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছসিত সানিয়া নিজেও। তারকা এই টেনিস তারকা বলেন, 'এমন একটি জায়গায় কাজ করতে পারব ভেবেই ভালো লাগছে। সত্যি বলতে আমি এটা প্রত্যাশা করিনি। কিন্তু সুযোগটি লুফে নিতে মুখিয়ে আছি।'
মেয়েদের টি-টোয়েন্টি লিগের এই আসরকে সামনে রেখে সবচেয়ে বেশি টাকা খরচ করে স্মৃতি মানদানাকে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু, তাকে দলে পেতে ৩.৪ কোটি রূপি খরচ করেছে দলটি।