'মন যা চায়, তা-ই করা উচিত': নীরবতা ভাঙলেন শোয়েব
অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করে রীতিমতো চমকে দিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। কেননা সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার সাথে আচমকা বিবাহ বিচ্ছেদের সংবাদের জন্য মোটেও প্রস্তুত ছিল না ভক্তরা।
সেক্ষেত্রে বিয়ের পর ব্যাপক সমালোচনা ও প্রশ্নের মুখোমুখি হয়েছেন শোয়েব। এতদিন চুপ থাকলেও এবার নিজের নীরবতা ভেঙে মুখ খুলেছেন তারকা এ ক্রিকেটার।
এক পডকাস্ট অনুষ্ঠানে শোয়েব বলেন, "আপনার মন যা চায়, তা-ই করা উচিত। লোকে কী মনে করবে সেটা ভাবার একদমই দরকার নেই। মানুষ কী বলবে তাতে কান না দিয়ে আপনি আপনার কাজ করুন, তাতে ১০ বছর লাগুক আর ২০।"
এদিকে সানিয়া মির্জার সাথে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন শোয়েবের বড় বোন। পাক ক্রিকেটারের বোন দাদাকে দোষারোপ করে ভারতের টেনিস তারকার পাশে দাঁড়িয়েছেন।
শোয়েবের বোনের অভিযোগ, মালিকের বিবাহ-বহির্ভূত সম্পর্কই বিচ্ছেদের কারণ। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের একাধিক সম্পর্ক নিয়ে তিতিবিরক্ত ছিলেন সানিয়া।
স্বামীকে অনেক বুঝিয়ে সঠিক পথে আনতে পারেননি সানিয়া। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী শোয়েবের বোন আরও জানিয়েছেন, শোয়েবের তৃতীয় বিয়েতে মত ছিল না পরিবারের কারও। সানার সঙ্গে বিয়েতে পরিবারের কাউকে পাশে পাননি শোয়েব।
এদিকে মুখ খুলেছেন টেনিস তারকা সানিয়া মির্জার পরিবারও। যদিও পাক ক্রিকেটারের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সানিয়া নিজে কোনও প্রতিক্রিয়া জানাননি।
মির্জা পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ''সানিয়া সব সময় ব্যক্তিগত জীবন সাধারণের চোখের আড়ালে রাখার চেষ্টা করেছে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন কিছু না বললেই নয়। সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগে। নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানিয়েছে সানিয়া।''
বিবৃতিতে আরও বলা হয়েছে, ''সানিয়া জীবনের একটা সংবেদনশীল সময়ের মধ্যে রয়েছে। পরিবারের পক্ষ থেকে ওর সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ, অনুগ্রহ করে কোনও রকম গুজব ছড়াবেন না। ওর ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান করুন।''
সানিয়া-শোয়েব দম্পতি প্রায় এক দশক একসঙ্গে ছিলেন, তাদের পাঁচ বছর বয়সি একটি ছেলেও রয়েছে। শোয়েবের সঙ্গে সম্পর্কের আগে গায়ক ও গীতিকার উমায়ের জসওয়ালের সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছেন সানা জাভেদ। ২০২৩ সালে তিন বছর একসঙ্গে থাকার পর তাদের বিবাহবিচ্ছেদ হয়।
অনুবাদ: মোঃ রাফিজ খান