বায়ার্ন বাধা পেরোতে পারবেন মেসি-এমবাপ্পেরা?
লিওনেল মেসি যদি এই মৌসুম শেষে পিএসজি ছাড়েন তাহলে এটিই হতে পারে চ্যাম্পিয়ন্স লিগে তার শেষ ম্যাচ। বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হেরে বিপদেই আছে ক্রিস্তোফ গালতিয়েরের দল। আজ জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে।
বাঁচা-মরার এই ম্যাচে নেইমারকে পাচ্ছে না পিএসজি। গোড়ালির চোটে মৌসুম শেষ হয়ে গিয়েছে ব্রাজিলিয়ান তারকার। তাই মেসি-এমবাপ্পের দিকেই তাকিয়ে থাকবেন গালতিয়ের।
দুদিন আগে পিএসজির ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, তাদের পক্ষে কোয়ার্টার-ফাইনালে যাওয়া খুবই সম্ভব। প্রথম লেগ শেষে কিলিয়ান এমবাপ্পেও মন্তব্য করেছেন, এখনো অর্ধেক খেলা বাকি।
আক্রমণভাগের দুই মহাতারকার এমন আত্মবিশ্বাসই তো দেখতে চায় পিএসজি। মুখের কথা মাঠে ফলাতে পারলে জার্মান জায়ান্ট বায়ার্ন বধ করতে তাদের অসুবিধা হওয়ার কথা নয়। বায়ার্নের মাঠে এর আগে জিতেছে পিএসজি। জোড়া গোল আছে এমবাপ্পের।
নেইমারের চোটের পর থেকে মেসি-এমবাপ্পে জুটি যেন নতুন করে আবিষ্কার করেছেন নিজেদের। দুজনের মধ্যের রসায়ন জমে উঠেছে দুর্দান্তভাবে। বায়ার্নকে হারাতে যা খুবই জরুরি প্যারিসের দলটির জন্য।
যদিও ছেড়ে কথা বলবে না জুলিয়ান নাগলসম্যানের দল। ছয়বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন নিজেদের মাঠে অপ্রতিরোধ্যই বলা চলে। চোট কাটিয়ে ফিরেছেন সাদিও মানে। যা বাড়তি অনুপ্রেরণা জোগাবে জার্মান দলটিকে।
বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ এরেনায় দুর্দান্ত এক লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ৭৫ হাজার বায়ার্ন সমর্থকের সামনে জয় ছিনিয়ে এনে পরের ধাপে যেতে পারেন কিনা মেসি-এমবাপ্পেরা, সেটিই এখন দেখার বিষয়।