ইউনাইটেডের খেলোয়াড় হয়েও যে কারণে লিভারপুলের প্রতীক স্পর্শ করেছেন ওয়েগোর্স্ট
লিভারপুলের মাঠ অ্যানফিল্ডের ড্রেসিং রুম থেকে মাঠে বের হওয়ার ঠিক আগে মাথার ওপর একটি প্রতীক ঝুলানো আছে। যেখানে লেখা, 'দিস ইজ অ্যানফিল্ড'। সাধারণত স্বাগতিক লিভারপুলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার জন্য এবং প্রতিপক্ষ কোথায় খেলতে এসেছে সেটি মনে করিয়ে দেওয়ার জন্যই এটি রাখা।
নিজেদের স্টেডিয়ামে প্রতি ম্যাচে মাঠে নামার আগেই লিভারপুলের খেলোয়াড়দের সেই প্রতীকটি স্পর্শ করতে দেখা যায়। প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড়ের এই প্রতীক স্পর্শ করা অনানুষ্ঠানিকভাবে নিষেধ। কিন্তু সেই কাজটিই করে বসেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ খেলোয়াড় ওয়ুট ওয়েগোর্স্ট।
এই ওয়েগোর্স্টকে চিনে থাকবেন ফুটবলপ্রেমীরা। কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে ছিলো নেদারল্যান্ডস। বদলি নেমে দুই গোল শোধ করে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে গিয়েছেন এই ডাচ স্ট্রাইকারই। বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেড দলে নিয়ে আসে তাকে।
তা ওয়েগোর্স্ট কী মনে করে প্রতীকটি স্পর্শ করেছেন সেটি জানা গেল তার কাছ থেকেই। ডাচ জাতীয় দলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক যে খেলেন লিভারপুলের হয়ে। আর প্রতি ম্যাচের আগেই ভ্যান ডাইক এই প্রতীক স্পর্শ করে মাঠে নামেন। যেটির কথা জানতেন ওয়েগোর্স্ট। আর তাই ভ্যান ডাইকের মনোযোগ নড়াতেই এই কাজ করেছেন বলে দাবি তার, 'জাতীয় দলে একসাথে খেলি বলে জানতাম ভ্যান ডাইক এই বিষয়ে কতোটা স্পর্শকাতর। তাই তার মনোযোগ নষ্ট করার জন্যই কাজটা করেছি।'
তা কেমন মনোযোগ নষ্ট হয়েছে ডাচ অধিনায়কের সেটি ম্যাচের ফলাফলেই বোঝা গিয়েছে। লিভারপুলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে ওয়েগোর্স্টের ইউনাইটেড। ডাচ স্ট্রাইকার নিজে ভ্যান ডাইককে কোনো ধরণের সমস্যায় ফেলতে পারেননি।
ম্যাচের পর ওয়েগোর্স্টের প্রতীক স্পর্শ করার ছবি ভাইরাল হতেই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি। প্রশ্ন উঠেছে, ইউনাইটেডের খেলোয়াড় হয়ে চিরশত্রুদের কোনো কিছু এভাবে স্পর্শ করা ঠিক হয়েছে কিনা। সেই প্রশ্নের জবাবে ওয়েগোর্স্ট জানিয়েছেন, 'ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে আমি গর্বিত। ক্লাবের সম্মানের ক্ষতি হয় এমন কিছু করার কথা আমি ভাবতেই পারি না। আমি কেবলই ভ্যান ডাইককে বিরক্ত করতেই কাজটি করেছি।'
অবশ্য ওয়েগোর্স্টের এই বুদ্ধি কাজে লাগলে হয়তো তিরস্কারের বদলে প্রশংসার সাগরেই ভাসতেন তিনি। ভ্যান ডাইকের লিভারপুল সেটি হতে দেয়নি ইউনাইটেডকে ৯২ বছরের মধ্যে তাদের সবচেয়ে লজ্জাজনক পরাজয় উপহার দিয়ে।