বরখাস্ত পটার, চেলসির নতুন কোচ হচ্ছেন নাগলসমান?
কথায় আছে, কপালে লিখন না যায় খন্ডন। অন্তত জুলিয়ান নাগলমানের ক্ষেত্রে হয়তো তাই ঘটতে যাচ্ছে। সদ্যই বায়ার্ন মিউনিখের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন, তবে ৩৫ বছর বয়সী এই জার্মান কোচ নিজের পরবর্তী গন্তব্যও পেয়ে গিয়েছেন বলেই মনে হচ্ছে।
একের পর এক খারাপ ফলাফলের জেরে চেলসি বরখাস্ত করেছে গ্রাহাম পটারকে। এই মৌসুমেই এটি চেলসির দ্বিতীয়বারের মতো কোচ বরখাস্ত করার ঘটনা। গত ১১ বছরে ১১ জন কোচকে বরখাস্ত করেছে তারা।
৪৭ বছর বয়সী পটারকে দায়িত্ব দেওয়া হয়েছিল টমাস টুখেলকে সরিয়ে দিয়ে। সেই টুখেল এখন দায়িত্ব নিয়েছেন বায়ার্নের। বায়ার্ন আবার তাকে কোচ বানিয়েছে নাগলসমানের সঙ্গে চুক্তি ছিন্ন করে। ঘুরেফিরে সেই নাগলসমানই এখন হতে পারেন চেলসির কোচ!
পটারকে বরখাস্ত করার পর ৩৫ বছর বয়সী জার্মান কোচই চেলসির প্রথম পছন্দ। নাগলসমান যখন লাইপজিগে ছিলেন, তখন থেকেই চেলসির নজর ছিলো এই তরুণ কোচের ওপর। নাগলসমান নিজেও চেলসির হয়ে কাজ করতে আগ্রহী।
তবে জট পেকেছে অন্য জায়গায়। নাগলসমান চান এই মৌসুম শেষে লন্ডনের ক্লাবটির দায়িত্ব নিতে। কিন্তু চেলসি এখনই চায় তাকে। যে কারণে ধোঁয়াশা রয়েই গিয়েছে চেলসির পরবর্তী কোচ নাগলসমানই হবেন কিনা।
যদি নাগলসমান এখনই দায়িত্ব নিতে না চান সেক্ষেত্রে চেলসি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাউকে নিয়োগ দিতে পারে। মৌসুম শেষে পরিপূর্ণভাবে দায়িত্ব নিতে পারেন জুলিয়ান নাগলসমান।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে চেলসি। তার আগে তারা খেলবে লিভারপুলের বিপক্ষে। এমন গুরুত্বপূর্ণ সব ম্যাচের আগে চেলসির কোচের দায়িত্ব কে পান সেটিই এখন দেখার বিষয়।